🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

নেট সেশনে কোহলির ব্যাটিং দেখে ঈশান এবং আইয়ার দুজনেই অনুপ্রাণিত

By Sports Desk | Published: October 29, 2021, 2:59 pm
Kohli's batting
Ad Slot Below Image (728x90)

Sports Desk, Kolkata: ভারত অধিনায়ক বিরাট কোহলি চলতি টি-২০ বিশ্বকাপে নেট সেশনের সময় ঈশান কিশান এবং শ্রেয়স আইয়ারকে তার ব্যাটিং দক্ষতা দেখিয়ে মন্ত্রমুগ্ধ করার সঙ্গে অনুপ্রাণিত করেছেন।

বিরাট কোহলিকে অনুশীলনে নেটে ব্যাট করার সময়ে দেখা গিয়েছে তরুণ দুই ক্রিকেটার ঈশান কিশান এবং শ্রেয়স আইয়ার কোহলির ব্যাটিং গভীর ভাবে পর্যবেক্ষণ করে চলেছেন নেটের পিছন থেকে। নেট সেশনের সময় কিছু স্পেল-বাইন্ডিং শটে স্ট্রোক করেছিলেন বিরাট কোহলি, যা দেখে ভীষণভাবে অনুপ্রাণিত সতীর্থ কিশান এবং আইয়ার।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি ভিডিওতে দেখা গিয়েছে কোহলিকে দুরন্ত ফর্মে শট নিতে। যদিও ক্যাপ্টেন কোহলি তার দিকে ছুঁড়ে দেওয়া প্রায় প্রতিটি বলকে ব্যাটের মাঝখান দিয়ে খেলছিলেন, শ্রেয়স এবং ঈশান চুপ করে দেখে যাচ্ছিলেন এবং শট দেখে ক্রমেই চার্জড হয়ে উঠছিলেন, এমনকি পিছন থেকে থ্রোডাউনের মধ্যেও প্রশংসা করেছিলেন। ঈশানকেও কোহলির নেওয়া শট স্যাডো প্রাকটিস করতে দেখা গিয়েছে। আইসিসির ভিডিওটির ক্যাপশন দেওয়া হয়েছে “কোহলির তেজ দেখে কিশান এবং আইয়ার বিস্মিত হয়ে চলে গেলেন। “

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by ICC (@icc)

ভারতের টি-২০ বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ৩১ অক্টোবর। সুপার ১২ নক আউট স্টেজে কঠিন লড়াই’র মুখে টিম বিরাট। পাকিস্তানের বিরুদ্ধে কোহলির ভারতের লজ্জাজনক হার,১০ উইকেটে বাবর আজমের পাকিস্তানের ঐতিহাসিক জয়। বিশ্বকাপের মঞ্চে এখন দুই আর্চ রাইভালের জয় পরাজয়ের হিসেব ১২-১।

টিম ইন্ডিয়া কিউইদের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে, আত্মবিশ্বাস তুঙ্গে, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হেরেও। ক্যাপ্টেন কোহলির চওড়া ব্যাট পাকিস্তানের বিরুদ্ধে বিরাট ভরসা জুগিয়েছিল ৪৯ বলে অর্দ্ধশতরান ৫৭ রানের দুরন্ত ইনিংস। নেট সেশনেও বিরাটের ব্যাটিং ফর্ম ঈশান এবং আইয়ারকে অনুপ্রাণিত করেছে। এখন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টিম বিরাটের জ্বলে ওঠার দিকে তাকিয়ে গোটা ভারত।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles