🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

ISL: বেঙ্গালুরুর বিরুদ্ধে কৃষ্ণের বাঁশি বেজে উঠলেও হেরে গেল ATK মোহনবাগান

By Kolkata24x7 Desk | Published: December 16, 2021, 9:42 pm
ATK Mohun Bagan lost against Bangalore
Ad Slot Below Image (728x90)

Sports desk: বৃ্হস্পতিবার বাম্বোলিমের অ্যাথলেটিক্স স্টেডিয়ামে, ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ATK মোহনবাগানের গোলমেশিন ফিজিয়ান স্ট্রাইকার “গোল্ডেন বয়” রয় কৃষ্ণ নিজের ৫০ তম ISL ম্যাচ খেলতে নামে,বেঙ্গালুরু এফসি’র(BFC) বিরুদ্ধে। যদিও কৃষ্ণর ফর্মে ফেরা নিয়ে দুশ্চিন্তায় হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস।

অন্যদিকে, চলতি আইএসএলে বেঙ্গালুরু এফসি (BFC) স্ট্রাইকার সুনীল ছেত্রীর অফ ফর্ম ইতালিয়ান কোচ মার্কো পেজাওউলির কাছে মস্তবড় চ্যালেঞ্জ।তাই ঝুঁকি না নিয়ে বৃ্হস্পতিবার BFC হেডকোচ মার্কো ATK মোহনবাগানের বিরুদ্ধে প্রথম একাদশ সাজিয়েছেন সুনীল ছেত্রীকে বাদ দিয়েই, সুনীলের পরিবর্তে প্রথম একাদশে আসিক কুরুনিয়ান।

ডার্বি ম্যাচের পর থেকেই জয়ের মুখ দেখেনি ATK মোহনবাগান। বৃ্হস্পতিবার আবার ড্র করলো আন্তোনিও লোপেজ হাবাসের ATK মোহনবাগান৩-৩ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। রয় কৃষ্ণ আইএসএলে নিজের ৫০ তম ম্যাচে পেনাল্টি থেকে গোল করে কেরিয়ারে নিজের ব্যাডপ্যাচ কাটিয়ে তোলে, ৫৮ মিনিটে।

roy krishna

ম্যাচের গোটা প্রথমার্ধে রয় কৃষ্ণ ৮ মিনিটে অফসাইডের ফাঁদে পড়ে জনি কাউকোর বাড়ানো বলে। ১২ মিনিটে জনি কাউকোর বাড়ানো বলে রয় কৃষ্ণর ডান পায়ের শট বক্সের বাইরেই সেভ হয়ে যায়।

ম্যাচের ১৩ মিনিটে গোল শুভাশিস বোসের। হুগো বৌমাসের কর্ণার থেকে উড়ে আসা বল ফলো করে শুভাশিসের হেডার BFC’র জালে জড়াতেই গোলের লিড নেয় ATK মোহনবাগান। চলতি আইএসএলে এটাই শুভাশিসের প্রথম গোল,আর এই আনন্দে মাঠেই শুভাশিসের চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে।

তবে সবুজ মেরুন শিবিরের পুরনো রোগ আবার এদিনের খেলাতেও মাথাচাড়া দিয়ে ওঠে। দুটো উইং দিয়ে প্রতিপক্ষের আক্রমণ সামলানো,আর ডিফেন্সিভ ল্যাপস জোড়া ফালায় গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি হাবাসের ছেলেরা।

১৬ মিনিটে লিস্টন কোলাসো বক্সের ভিতরে ফাউল করে বসতেই রেফারি পেনাল্টি অর্ডার দেয়। ১৮ মিনিটে, পেনাল্টি থেকে ক্লিটন সিলভা ডান পায়ে উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে অমরিন্দরকে ভুল পথে পাঠিয়ে বল ATKMB জালে জড়িয়ে দিতেই গোলের সমতায় ফিরে আসে বেঙ্গালুরু এফসি(BFC)। ম্যাচের স্কোরলাইন BFC 1-1 ATKMB। ২৬ মিনিটে ড্যানিস ফারুকের গোলে লিড নেয় BFC,পিছিয়ে পড়ে সবুজ মেরুন শিবির BFC 2-1 ATKMB।

ATK মোহনবাগান গোলের জন্য পাল্টা ঝাঁপিয়ে পড়ে।৩৮ মিনিটে হুগো বৌমাসের করা গোলে ফের সমতায় ফেরে হাবাসের শিবির BFC 2-2 ATKMB। প্রীতম কোটালরা দ্রুত বল পায়ে প্রতি আক্রমণে উঠে এসে বেঙ্গালুরু এফসি’র(BFC) বিরুদ্ধে গোলের সমতা ফিরে পায়। প্রথমার্ধের এডেড টাইমে তিরি গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের লিড বাড়ানোর জন্য ঝাপিয়ে পড়ে। ৫৮ মিনিটে কৃষ্ণ বাশি বেজে ওঠে, সবুজ মেরুন সমর্থক এবং হেডকোচ হাবাস হাফ ছেড়ে বাঁচে রয় কৃষ্ণর গোল পেতেই। নিজের ৫০ তম আইএসএল ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে স্প্যানিশ কোচের মুখ রক্ষা করলেন ফিজিয়ান গোল্ডেন বয়, কেননা, হাবাস এদিনের ম্যাচের আগের দিন আত্মবিশ্বাসী হয়ে বলেছিলেন ব্যাডপ্যাচ কাটিয়ে উঠবে রয় কৃষ্ণ এবং হল তাইই।

BFC 2-3 ATKMB। ৫৭ মিনিটে শুভাশিস বোসকে বক্সের ভিতরে ফেলে দিলে ATK মোহনবাগান পেনাল্টি পায়,ওই পেনাল্টি থেকেই রয় কৃষ্ণা ডান পায়ে শট নিয়ে বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে বোকা বানিয়ে লিড নিয়ে নেয় গোলের।

৭২ মিনিটে কঙ্গোলিজ স্ট্রাইকার প্রিন্স ইবারার গোলে সমতায় ফেরে বেঙ্গালুরু এফসি। রোসন নাওরেমের কর্ণার থেকে নেওয়া শট সুইং বলকে ইবারা হেডারে গোলে পরিণত। BFC 3-3 ATKMB। ৮০ মিনিটে প্রিন্স ইবারার শট দুরন্তভাবে সেভ করেন সবুজ মেরুন গোলকিপার অমরিন্দর সিং।৮৬ মিনিটে সুনীল ছেত্রীকে মাঠে নামানো হয় ক্লিটনের পরিবর্তে।৯০ মিনিটে BFC ফুটবলার অ্যালান কস্তা’র শট লক্ষ্যচ্যুত হয়।

<

p style=”text-align: justify;”>এদিনও আন্তোনিও লোপেজ হাবাসের দল জিততে পারলো না। গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি সবুজ মেরুন ফুটবলারেরা, ফলে জেতা ম্যাচ ড্র করে বসলো বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles