🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

ISL: জামশেদপুর এফসির কাছে হেরে গেল ATK মোহনবাগান

By Kolkata24x7 Desk | Published: December 6, 2021, 9:48 pm
ATK Mohun Bagan lost to Jamshedpur FC
Ad Slot Below Image (728x90)

Sports desk: তিরিকে প্রথম একাদশের বাইরে রেখে স্ট্র‍্যাটেজি সাজিয়েছে ATK মোহনবাগান হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস। আইএসেলের (ISL) চতুর্থ ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে ৩৭ মিনিটে লেনের দুরন্ত গোলে পিছিয়ে পড়ে ATK মোহনবাগান।

রুক্ষণ নিয়ে হাবাসের কপালের চিন্তার ভাঁজ গাঢ়। কেননা ডার্বি ম্যাচ জেতার পর মুম্বই সিটি এফসি ম্যাচ গঙ্গা পাড়ের ক্লাবের রক্ষণ নিয়ে দুর্বলতার ঝলক এদিনের ম্যাচের প্রথমার্ধে দেখা যেতেই বুক ধড়ফড় সবুজ মেরুন সমর্থকদের।

প্রথমার্ধে জামশেদপুর এফসির বিরুদ্ধে ১২, ৪২মিনিটে রয় কৃষ্ণ গোলের সুযোগ পেয়েছিল। প্রথম সুযোগ আটকে দেয় জামশেদপুরের গোলকিপার রেহনেস টিপি,দ্বিতীয় গোলের সুযোগ ৪২ মিনিটে অধিনায়ক সাবিয়া দুরন্ত ক্লিয়ারেন্স করে।

প্রথমার্ধে ‘ম্যান অফ স্টিলরা’ গোলের ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল।২৫ মিনিটে সবুজ মেরুন ডিফেন্সের গাছাড়া মনোভাবের সুযোগে কোমল থাতালের গড়ানো গোলকিপার অমরিন্দর ঝাঁপিয়ে পড়ে গ্লাভসে বন্দী করে নেয়, দুরন্ত কিপিং অমরিন্দরের।৩৩ মিনিটে গ্রেগ স্টুয়ার্ট বল পায়ে লম্বা দৌড়ে কোমল থাতালকে পাস বাড়াতেই থাতালের জোড়ালো শট ফের ঝাঁপিয়ে পড়ে আটকে দেয় গোলকিপার অমরিন্দর সিং। প্রথমার্ধে লেনের গোলেJFC 1-0 ATKMB লিড ধরে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে ATK মোহনবাগান গোলের সমতায় ফিরে আসার চেষ্টায় বল পায়ে আক্রমণে, অন্যদিকে জামশেদপুর গোলের ব্যবধান বাড়াতে বল পায়ে আক্রমণে। উভয় দল এখন জমাট রক্ষণে ঘর গুছিয়ে আক্রমণ- প্রতি আক্রমণের ছন্দে।

গোলের সমতায় ফেরার তারোনায় হাবাস ম্যাচের মাঝে খেলোয়াড় বদল করে, কার্ল ম্যাকহাগের বদলে ডেভিড উইলিয়ামস আর সুমিত রাঠির বদলে প্রবীর দাস।৭২ মিনিটে মনভীর বদলে লিস্টন কোলাসো চেঞ্জ সবুজ মেরুন শিবিরে।

৬৭ মিনিটে বক্সের বাইরে বল গ্রহণ করেন জিতেন্দ্র সিং এবং একটি শক্তিশালী শট মারেন যা আশুতোষ মেহেতা ব্লক করে দেয়, খেলার ফলাফল JFC 1-0 ATKMB।

লেনি রদ্রিগেজের বক্সের ভিতরে তোলা শট রেহেনেস টিপি সঠিক সময়ে একটু এগিয়ে এসে লম্বা জাম্পিং করে বল ক্লিয়ার করে দেয়,গোলের সুযোগ হাতছাড়া মেরিনার্সদের। রয় কৃষ্ণর পায়ে বল যেতেই জামশেদপুরের ফুটবলারেরা ছেঁকে ধরে। কৃষ্ণকে মার্ক করে খেলে চলেছে ম্যান অফ স্টিলের ফুটবলারেরা।

৮০ মিনিটে দুরন্ত কাউন্টার আক্রমণে ATK মোহনবাগান। লিস্টন কোলাসো বক্সের বাইরে থাকা ডেভিড উইলিয়মসকে দেখে পাস বাড়ায়, উইলির শট রেহেনেস সেভ করে।

বাম্বোলিম অ্যাথলেটিক স্টেডিয়ামে দুই দল হাড্ডাহাড্ডি লড়ে চলেছে। ৮৪ মিনিটে গোলের লিড জামশেদপুর এফসির। বরিস সিং’র পাস থেকে লিমার গোলে জামশেদপুর এফসি ২-০ গোলের লিড নেয় ATK মোহনবাগানের বিরুদ্ধে।

৮৯ মিনিটে প্রীতম কোটালের গোলে ATK মোহনবাগান গোলের ব্যবধান কমায়। ফ্রিকিকের শট কিপার রেহেনেসের হাত থেকে ছিটকে বেরিয়ে আসতে ফিরতি বলে প্রীতমের গোল, JFC 2-1 ATKMB।হুগো বৌমস দুরন্ত ছন্দে পাল্টা আক্রমণ বল পায়ে,কিন্তু জামশেদপুর এফসির প্রণয় হালদার বিপজ্জনক স্টেপ আউট আটক দেয়।

এডেড টাইমে রেফারির শেষ বাঁশি বাজতেই খেলার চূড়ান্ত ফলাফল JFC 2-1 ATKMB। হতাশ সবুজ মেরুন সমর্থকরা। প্রথম একাদশে তিরির না থাকা, যা ATK মোহনবাগানের রুক্ষণের প্রধান স্তম্ভ এবং গোটা ম্যাচে তিরিকে না নামানো নিয়ে একটাই প্রশ্ন? তাহলে কি তিরি এখনও সম্পূর্ণ ম্যাচ ফিট নয়, না কি আন্তোনিও লোপেজ হাবাসের স্ট্র‍্যাটেজিতে মারাত্মক ভুল।

বিতর্কের এই সুনামি এবার আছড়ে পড়েছে সবুজ মেরুন সমর্থকদের মধ্যে। যদিও তিরি নিজেই সামাজিক মাধ্যমে পোস্ট করে দাবি করেছিল, নিজের ম্যাচ ফিটের অগ্রগতি নিয়ে সমর্থকদের আশ্বস্ত করতে। 

রেফারিং নিয়ে সমর্থকেররা দাবি তুলছে বিদেশী রেফারি দিয়ে ম্যাচ পরিচালনা করার। ক্রিকেটে ভারতীয় আম্পায়ার মান নিয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেট ভক্তরা, এবার আইএসেলেও ভারতীয় রেফারিদের মান ঘিরে বিতর্ক শুরু

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles