🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

ISL: বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করল এসসি ইস্টবেঙ্গল

By Suparna Parui | Published: January 4, 2022, 10:41 pm
SC East Bengal drew against Bangalore
Ad Slot Below Image (728x90)

চলতি আইএসএলে (ISL) ৯ ম্যাচ হয়ে গেল জয় পেলনা এসসি ইস্টবেঙ্গল। উল্টে মঙ্গলবার লাল হলুদ ফুটবলার সৌরভ দাসের সেম সাইড গোল ৫৫ মিনিটে গোটা টিমের মোটিভেশনকে ধুলোয় মিশিয়ে দিল। ২৮ মিনিটে হাওকিপের গোলে এগিয়ে গিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু দ্বিতীয়ার্ধে উলটপূরাণ।

৫৫ মিনিটে ইস্টবেঙ্গল প্রাথমিক সেট-পিস এড়ায় কিন্তু রোশনের বাঁ দিক থেকে একটি চূড়ান্ত ক্রস সৌরভ দাস ক্লিপ করে, লাল হলুদ গোলকিপার অরিন্দম ভট্টাচার্য বিভ্রান্ত হয়ে পড়ে,আর সৌরভের ক্লিপ করা বল এসসি ইস্টবেঙ্গলের জালে জড়াতেই ১-১ গোলের সমতায় ফিরে আসে বেঙ্গালুরু এফসি।

৬৬ মিনিটে রোশন সিং’র সেট পিস থেকে বেঙ্গালুরুর ফুটবলার প্রিন্স ইবারার হেডার গোলপোস্টের ওপর দিয়ে বেরিয়ে যায়। ৭২ মিনিটে সুনীল ছেত্রীর ডানপায়ের জোরালো শট বক্সে আটকে যায়। দ্বিতীয়ার্ধে ছেত্রী মাঠে নামেন, প্রতীকের বদলে।

এদিন ম্যাচে প্রিন্স ইবারা ভয়ঙ্কর হয়ে ওঠে।গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। সেম্বোই হাওকিপ যিনি এসসি ইস্টবেঙ্গলকে ২৮ মিনিটে গোলের লিড দিয়েছিলেন, দ্বিতীয়ার্ধের শেষের দিকে গোলের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি। বক্সের লবে সম্পূর্ণভাবে মিস করেন, কারণ হাওকিপ প্রথমবার ট্যাপ ইন করার চেষ্টা করেছিলেন।

৫ মিনিট ইনজুরি টাইমেও স্কোরলাইন ১-১ গোলে ড্র থেকে মাঠ ছাড়ে দুই দল। লিগ টেবিলে নতুন বছরেও তিন পয়েন্ট না পেয়ে,লাস্ট বয় হয়ে থাকলো এসসি ইস্টবেঙ্গল।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles