🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

ISL: খালিদ জামিলের দলের কাছে হেরে গেল এসসি ইস্টবেঙ্গল

By Kolkata24x7 Desk | Published: December 17, 2021, 9:49 pm
Northeast United
Ad Slot Below Image (728x90)

Sports desk: চলতি আইএসএলে’র (ISL) সপ্তম ম্যাচে ফতোদরা স্টেডিয়ামে এসসি ইস্টবেঙ্গল শেষের ৩০ মিনিটে ২ গোল হজম করে হেরে গেল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। খালিদ জামিলের দল লিগ টেবিলে লাস্ট বয় লাল হলুদ দলের ঠিক ওপরের পজিশনে রয়েছে,দশে।এদিনের ম্যাচে দ্বিতীয় জয় প্রভাত লাকরাদের দলের কাছে টুর্নামেন্টে। হারানো আত্মবিশ্বাস ফিরে পেতে এই জয় পেপটক নর্থইস্ট ইউনাইটেডের কাছে।

৬১ মিনিটে সুহের ভিপি’র শট পোস্টে লেগে এসসি ইস্টবেঙ্গলের জালে জড়িয়ে যেতেই নর্থইস্ট ইউনাইট ১-০ গোলের লিড নেয়।প্রথম গোলের ৬ মিনিট পরে প্যাট্রিক ফ্লটম্যানের ফ্রি-কিক থেকে হেডকোচ খালিদ জামিলের দল গোলের ব্যবধান২-০ করে নেয়, হোসে মানুয়েল দিয়াজের দলের বিপক্ষে।

৯০ মিনিটের খেলায় সুহের ভিপি এবং প্যাট্রিক ফ্লটম্যানের গোলের লিড ধরে রাখে। খেলা অতিরিক্ত ৫ মিনিটের জন্য গড়ায়। অতিরিক্ত সময়ে লাল হলুদ ফুটবলার অ্যান্তোনিও পেরোসেভিচকে কার্ড দেখায় রেফারি, ১০ জনের হয়ে যায় টিম। আইএসএলের ১১ তম রাউন্ডে এখন জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল। ২৩ ডিসেম্বর হায়দরাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়াজের ছেলেদের। ১১ তম রাউন্ডে আর তিন ম্যাচ বাকি।

এদিন নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে তিন পয়েন্ট হাতছাড়া এসসি ইস্টবেঙ্গলের, আর কবে “তিন পয়েন্ট” পাবে প্রিয় দল? ফ্যালফ্যাল করে বুক ফাটা অশ্রু শুধুই সম্বল এখন লাল হলুদ সমর্থকদের।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles