🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

শতরানের খুশির জোয়ারে গা ভাসাতে নারাজ কেএল রাহুল

By Sudipta Biswas | Published: December 27, 2021, 7:18 pm
Rain-interrupted Boxing Day Series, studied by Mr. Centurion
Ad Slot Below Image (728x90)

Sports Desk: ‘বক্সিং ডে’ টেস্টে ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্ট সুপারস্পোর্টস পার্কে শতরান করে কেএল রাহুল ১২২ রানে নট আউট। দলের কঠিন সময়ে শতরান করেও খুশির জোয়ারে গা ভাসিয়ে না দিয়ে সেঞ্চুরিয়নে দ্বিতীয় দিনের ব্যাটল ফিল্ডে মনযোগ ধরে রেখেছে ভারতীয় এই ওপেনার।

“Indian Cricket Team” সোশাল মিডিয়াতে প্রথম দিনের শেষে গাড়িতে করে টিম হোটেলে ফেরার পথে কেএল রাহুল নিজের ইনিংস নিয়ে সংক্ষিপ্ত ভিডিও পোস্টে বলেন,”আমি কেএল রাহুল সেঞ্চুরিয়ন থেকে বলছি,এটা নতুন এবং আশা রাখি আপনারা এই ইনিংস উপভোগ করেছেন”। মনের গভীরে শতরানের আনন্দ এবং প্রথম দিনের শেষে প্রোটিয়ার্সদের বিরুদ্ধে নট আউট এমন পারফর্মের পরেও কেএল রাহুলের ফোকাস সড়ে যায়নি।বরংঞ্চ দ্বিতীয় দিনে ব্যাট হাতে ভারতের প্রথম ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়া ইস্যুতে ফোকাস রয়েছেন, তা রাহুলের মুখের হাল্কা ঝিলিক থেকেই রোদ ঝলমলে পরিবেশের মতোই পরিষ্কার।

ক্রিজে কেএল রাহুলের সঙ্গে জুটিতে রয়েছে অজিঙ্কা রাহানে ৪০ রানে অপরাজিত। ভারত ৩ উইকেটে ২৭২ রান তুলেছে প্রথম টেস্টের, প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

ভারতের হয়ে মায়াঙ্ক অগ্রবাল ৬০,চেতেশ্বর পূজারা রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফিরে যায়, আর ভারত অধিনায়ক বিরাট কোহলি ৩৫ রানে আউট। প্রোটিয়ার্সদের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত টসে জিতে ব্যাটিং’র সিদ্ধান্ত নেয়, যা ছিল সঠিক সিদ্ধান্ত ম্যাচ সিচুয়েশনে। কিন্তু প্রথমে ব্যাটিং নিয়েও মায়াঙ্ক এবং বিরাট দুজনেই সেট ব্যাটসম্যান হয়ে আউট হওয়া টিম ইন্ডিয়ার কাছে প্রথম ইনিংসের প্রেক্ষিতে বড়সর ব্রেকফেল।

লুঙ্গি এনগিডি ১৭ ওভার হাত ঘুরিয়ে ৪৫ রানে তিন উইকেট নিয়ে প্রথম দিনে ভারতের বিরুদ্ধে সেরা বোলিং পারফরম্যান্স রেখেছে প্রোটিয়ার্সদের হয়ে।

যেভাবে দক্ষিণ আফ্রিকার তরুণ ডানহাতি পেস বোলার লুঙ্গি এনগিদি ব্যাক টু ব্যাক মায়াঙ্ক অগ্রবাল এবং চেতেশ্বর পূজারার উইকেট তুলে নিয়ে ভারতের রান তোলার গতিতে রাশ টেনে ধরে এবং ৯৪ বল ফেস করে বিরাট ‘ফণা’ মেলে ধরার আগেই ক্যাপ্টেন কোহলিকে আউট করে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেন, তা টেস্ট ক্রিকেটে চার্মসকে বহুগুণ বাড়িয়ে তুলেছে।

প্রথম টেস্টেএ দ্বিতীয় দিনে কি হয় কি হয়? এমন ম্যাচ টেম্পারমেন্ট নিয়েই দুই দল বাইশ গজের ব্যাটলফিল্ডে নামতে চলেছে, যা ‘বক্সিং ডে’ টেস্টকে আরও মেলোড্রামাটিক করে তুলবে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles