🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Kolkata League: মার্কোসের গোলে কলকাতা লিগের ফাইনালে মহামেডান

By Sports Desk | Published: October 12, 2021, 8:00 pm
Mohammedan in the final of Kolkata League
Ad Slot Below Image (728x90)

#Kolkata League স্পোর্টস ডেস্ক: কল্যাণী স্টেডিয়ামে ৩৯ মিনিটে ইউনাইটেড স্পোর্টস ক্লাবের তন্ময় মণ্ডল বক্সের ভিতরে বল পায়ে থাকা আজহারউদ্দীন মল্লিককে ট্রিপ করে ফেলে দেয়। রেফারি প্রতীক মণ্ডল পেনাল্টির নির্দেশ দেয়। ৪০ মিনিটে ওই পেনাল্টি থেকে মার্কোস জোসেফ গোল করে মহামেডানকে লিড দেয়।

আগামী ১৮ অক্টোবর ফাইনাল, কলকাতা লিগের (Kolkata League)। ইতিমধ্যেই রেলওয়ে এফসি কলকাতা লিগের ফাইনালে চলে গিয়েছে। এবার মহামেডান স্পোর্টিং ক্লাব ফাইনালে মুখোমুখি হবে রেলের। লীগের ম্যাচে মহামেডান বনাম ইউনাইটেড ম্যাচ ২-২ গোলে ড্র হয়েছিল। তাই সেমিফাইনালে মহামেডানের মহা সপ্তমীতে ইউনাইটেড বধ মধুর প্রতিশোধ বলা যেতেই পারে।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব গোলের সমতায় ফিরে আসার সুযোগ পায়। শিলিগুড়ির রোনাল্ডো নামে পরিচিত করণ রাই’র দুরন্ত ব্যাক ভলি লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধে ইউনাইটেড স্পোর্টস গোলের লকগেট খোলার জন্য ঝাঁপিয়ে পড়ে। তরুণ তুর্কি ব্রিগেড ইউনাইটেডের ফুটবলারেরা মহামেডান ডিপ ডিফেন্সে বল পায়ে আক্রমণের ঝাঁঝ বাড়ালেও গোল হয়নি। তারক হেমব্রম, তন্ময় মণ্ডল, ডেনিসরা কাজের কাজ করতে পারেনি। ৮২ মিনিটে তন্ময় মণ্ডল জগন্নাথ ওরাও’কে লক্ষ্য করে মহামেডানের ডিপ ডিফেন্সে বল বাড়িয়ে দিলেও সিরিয়ান ডিফেন্ডার সাহিন বল ক্লিয়ার করে দেয়। রেফারির শেষ বাঁশি বাজতেই ইউনাইটেড এসসি’কে ০-১ গোলে হারিয়ে মহামেডান স্পোর্টিং ক্লাব কলকাতা লিগের ফাইনালে চলে যায়। ফাইনাল ম্যাচের ভেন্যু এখনও ঠিক হয়নি।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles