<

Mohammedan SC: আইলিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ হার মহামেডানের

Mohammedan SC

রবিবার পঞ্চকুলাতে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে ১-০ গোলে হেরে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ম্যাচের ৩ মিনিটে লুকা মাজেনের গোলে এগিয়ে যায় মহামেডান এসসির প্রতিপক্ষ টিম।এই নিয়ে আইলিগ ২০২২-২৩ সেশনে দ্বিতীয় বার হারের মুখ দেখলো সাদা কালো শিবির। মহামেডান বিল্ড আপ ফুটবল খেলে এবং এই স্ট্র‍্যাটেজিতে কলকাতা লিগে ব্যাক টু ব্যাক দুবার লিগ […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: আইলিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ হার মহামেডানের

Mohammedan SC

রবিবার পঞ্চকুলাতে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসির বিরুদ্ধে ১-০ গোলে হেরে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। ম্যাচের ৩ মিনিটে লুকা মাজেনের গোলে এগিয়ে যায় মহামেডান এসসির প্রতিপক্ষ টিম।এই নিয়ে আইলিগ ২০২২-২৩ সেশনে দ্বিতীয় বার হারের মুখ দেখলো সাদা কালো শিবির।

মহামেডান বিল্ড আপ ফুটবল খেলে এবং এই স্ট্র‍্যাটেজিতে কলকাতা লিগে ব্যাক টু ব্যাক দুবার লিগ চ্যাম্পিয়ন হলেও আইলিগে এই স্ট্র‍্যাটেজি কাজে লাগছে না। বলের দখল নিজেদের কাছে ধরে রাখার লড়াইতে কলকাতা লিগে সাদা কালো শিবির এগিয়ে থাকলেও আইলিগে উল্টো ছবি ধরা পড়ছে। এদিন দু’দলের তুল্যমূল্য বিচারে কালো চিতারা এগিয়ে থাকলেও খুব বেশি পজিশন তৈরি করতে দেয়নি রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি। সব সময় ঘাড়ের ওপর নিশ্বাস ফেলে গিয়েছে মহামেডানের প্রতিপক্ষ টিম।

গোলে শট নেওয়ার নিরিখে দু’দল বল দখলের লড়াইতে একে অপরকে টেক্কা দিয়েছে।কিন্তু প্রথম গোল দেওয়ার পর এবং মহামেডান গোল হজমের পর অন টার্গেট শট নেওয়ার ক্ষেত্রে বেশ কমজোরি থেকেছে।এদিন প্রথম একাদশে মার্কোস জোসেফ ফিরে আসে এবং ক্যাপ্টেন আর্ম ব্র‍্যান্ড পড়েও দলকে প্রত্যাশা মতো জয় এনে দিতে পারেনি।তবে দ্বিতীয় ম্যাচে হেরে গেলেও মহামেডান এসসি ঘরের মাঠ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ‘বাউন্সব্যাক ‘করবে এমন প্রতিশ্রুতি দিয়েছে সাদা কালো শিবিরের ভক্তদের।মহামেডান এসসির পরের খেলা ২৩ নভেম্বর নারোকা এফসির বিরুদ্ধে,কলকাতায়।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: আইলিগে নিজেদের দ্বিতীয় ম্যাচ হার মহামেডানের