<

Mohammedan SC: জয়ের লক্ষ্যে মুখিয়ে মহামেডান ফুটবলারেরা

Mohammedan-SC-footballers

আইলিগে টানা দু’ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। বুধবার তারা খেলতে নামছে ন্যারোকা এফসির বিরুদ্ধে। চলতি লিগে দুরন্ত ছন্দে রয়েছে মণিপুরের এই ক্লাব দল। চলতি আইলিগে নিজেদের দুটো ম্যাচই জিতেছে ন্যারোকা। ঘরের মাঠে ৬ পয়েন্ট ছিনিয়ে নিয়ে কলকাতায় এসেছে তিন পয়েন্টকে পাখির চোখ করে।অন্যদিকে, সাদা কালো শিবির ঘরের মাঠে প্রথম জয়ের খোঁজে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: জয়ের লক্ষ্যে মুখিয়ে মহামেডান ফুটবলারেরা

Mohammedan-SC-footballers

আইলিগে টানা দু’ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। বুধবার তারা খেলতে নামছে ন্যারোকা এফসির বিরুদ্ধে। চলতি লিগে দুরন্ত ছন্দে রয়েছে মণিপুরের এই ক্লাব দল।

চলতি আইলিগে নিজেদের দুটো ম্যাচই জিতেছে ন্যারোকা। ঘরের মাঠে ৬ পয়েন্ট ছিনিয়ে নিয়ে কলকাতায় এসেছে তিন পয়েন্টকে পাখির চোখ করে।অন্যদিকে, সাদা কালো শিবির ঘরের মাঠে প্রথম জয়ের খোঁজে রয়েছে।টানা দু’ম্যাচ হারের মুখ দেখার কারণে ভক্তরা হতাশ।তবে টিম বাউন্সব্যাক করবে তাই প্রিয় দলের পাশে থেকে খেলার দিন টিমের সমর্থনে গলা ফাটানোর আবেদন রেখেছে মহামেডান টিম ম্যানেজমেন্ট।

কলকাতা লিগে দুরন্ত পারফরম্যান্সের জোরে দুবার কলকাতা লিগ ক্লাব তাঁবুতে নিয়ে আসলেও, ওই পারফরম্যান্সের ছিটেফোঁটাও আইলিগে দেখা যাচ্ছে না মহামেডান খেলোয়াড়দের মধ্যে।ফুটবলারদের অফফর্ম চিন্তায় রেখেছে কোচ আন্দ্রে চেরনশিভকে।এই ব্যাডপ্যাচ থেকে বেরিয়ে আসতে হলে পারফর্ম করতে হবে,এছাড়া অন্যকোনও বিকল্প রাস্তা খোলা নেই ব্ল্যাক প্যাহ্নর্সদের সামনে।এক্কেবারে খাঁদের কিনারায় যেহেতু দাঁড়িয়ে আছে মহামেডান এসসি

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Mohammedan SC: জয়ের লক্ষ্যে মুখিয়ে মহামেডান ফুটবলারেরা