🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

দুরন্ত ইয়র্কার বুমরাহের, ‘বক্সিং ডে’ টেস্টে পঞ্চম দিনে হাড্ডাহাড্ডি লড়াই

By Kolkata24x7 Desk | Published: December 30, 2021, 2:17 pm
Jasprit Bumrah
Ad Slot Below Image (728x90)

Sports Desk: চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে ৯৪ রানে ৪ উইকেট। জয়ের জন্য প্রোটিয়ার্সদের দরকার ২১১ রান। ক্রিজে অধিনায়ক ডিন এলগার দুরন্ত অর্ধশতরান করে অপরাজিত ৫২ রানে। চতুর্থ দিনের শেষ বলে ভারতীয় পেস বোলার জসপ্রীত বুমরাহের দুরন্ত ইয়র্কারে কেসব মহারাজ ৮ রানে প্যাভিলিয়ন ফিরে আসে। দিনের শেষটা টানটান উত্তেজনায় ভরপুর।

চতুর্থ দিনে ডুসেন(১১), মহারাজ(৮) দু উইকেট বুমরাহের। সামি এক উইকেট এইডেন মার্করামের(১), মহম্মদ সিরাজের এক উইকেট কিগান পিটারসেনকে আউট করে।

ব্যাট বলের সাতকাহন সেঞ্চুরিয়নে চতুর্থ দিন। একদিকে ডিন এলগার দুরন্ত অর্ধশতরান, অন্যদিকে দিনের শেষ বলে দুরন্ত ইয়র্কার ডেলিভারি বুমরাহের, উইকেট ছিটকে যায়, কেসব মহারাজের।টেস্ট ক্রিকেটের টোটাল মশলা মজুদ সুপারস্পোর্টস পার্কের বাইশ গজে।

সেরাদের সেরা, বুমরাহ। ভারত বনাম সেঞ্চুরিয়নের শেষ দিনে লড়াই এখন আবহাওয়ার সঙ্গে। কেননা টস ফ্যাক্টর ‘বক্সিং ডে’ টেস্টে ‘X’ ফ্যাক্টর। অধিনায়ক বিরাট কোহলির টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত, পিচে ঘাস দেখে, যা বাড়তি বাউন্স এনে দেওয়ার সম্ভাবনাকে উস্কে দিয়েছিল সঙ্গে সুপারস্পোর্টস পার্কের ভেজা স্পঞ্জি পিচ এবং আবহাওয়ার পূর্বাভাস। যা চতুর্থ দিনের শেষ ডেলিভারি বুমরাহের ইয়র্কার, কেসব মহারাজের উইকেট ছিটকে যাওয়া, ক্যাপ্টেন কোহলির ব্যাটিং সিদ্ধান্ত টসে জিতে আপাতত সঠিক,এই প্রেক্ষিতে। দ্বিতীয় দিন বৃষ্টি বিঘ্ন ঘটায় খেলা ভেস্তে যায়।

চতুর্থ দিনের একেবারে শেষ বলে জসপ্রীত বুমরাহের 143kmph রিপারের স্টাম্প উপড়ে ফেলার পর কেসব মহারাজের প্যাভিলিয়ন ‘বাপসি’ বার্তা ‘লাউড এন্ড ক্লিয়ার ‘ টিম বিরাটের, ‘বক্সি ডে’ টেস্ট ম্যাচে ভারতের জাতীয় পতাকা ‘তিরঙ্গা’ পতপত করে তুলে ধরতে এখন পঞ্চম দিনে, ‘ক্ষুধার্ত’ আফ্রিকার রাজা সিংহের মতো মারণ কামড়ে ঘায়েল করতে মুখিয়ে রয়েছে সামি,বুমরাহ,সিরাজ,শার্দূল সজ্জিত ভারতীয় বোলিং লাইন আপ,অনভিজ্ঞ প্রোটিয়া ব্যাটসম্যানদের বিপক্ষে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles