🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

আজাজ প্যাটেলের পারফরম্যান্সের তারিফ অশ্বিনের টুইটে

By Kolkata24x7 Desk | Published: December 4, 2021, 10:43 pm
Ajaz Patel
Ad Slot Below Image (728x90)

Sports desk: মুম্বই’র ওয়াংখেড়ে স্টেডিয়ামের দ্বিতীয় দিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসের দ্বিতীয় দিনে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মাত্র ৮ রান খরচ করে ৪ উইকেট শিকার করেছেন। আর ব্ল্যাক ক্যাপসদের হয়ে বাহাতি স্পিনার অর্থোডক্স স্পিনার আজাজ প্যাটেল এক ইনিংসে ১০ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখে ফেলেছেন। আজাজ প্যাটেলের (Ajaz Patel) ১০ নম্বর উইকেটের শিকার মহম্মদ সিরাজ।

এমন এক ঐতিহাসিক মুহুর্তের সাক্ষী প্যাভিলিয়নে থাকা রবিচন্দ্রন অশ্বিন আজাজ প্যাটেলের এমন মাইলস্টোন গড়ার মুহুর্তে শুধু উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে শুভেচ্ছা জানিয়েই স্পোর্টসম্যান স্পিরিটে ইতি টেনে আনেননি।
জহুরী চেয়ে খাটি সোনা! তাই

নিজের টুইটার হ্যাণ্ডেলে রবিচন্দ্রন অশ্বিন আজাজ প্যাটেলের পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়ে টুইট পোস্টে লিখেছেন,”@AjazP 👏👏👏 খেলা খেলা বোলারদের 99 শতাংশকে এড়িয়ে যায় এমন একটি ক্লাবে যোগদানের জন্য শুভকামনা। এক ইনিংসে ১০ উইকেট স্বপ্নের জিনিস ✅✅।”

৪৭.৫ ওভার হাত ঘুরিয়ে নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল ১২ মেডেন ওভার দিয়ে ১১৯ রানে ১০ উইকেট নেওয়ার ক্লাবের মালিকদের মধ্যে একজন। ভারত প্রথম ইনিংসে তুলেছিল ৩২৫ রান ১০ উইকেটে। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৮.১ ওভারে ৬২ রানে গুটিয়ে যায় ১০ উইকেট হারিয়ে।

ভারত দ্বিতীয় দিনের, দ্বিতীয় ইনিংসে ৬৯ রান তুলেছে, উইকেট না হারিয়ে। ক্রিজে মায়াঙ্ক আগরওয়াল ৩৮ এবং চেতেশ্বর পূজারা ২৯ রানে দিনের শেষে নট আউট। ভারতের লিড ৩৩২ রানের।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles