🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Qatar WC: আর্জেন্টিনার হিংস্র সমর্থকদের ঢুকতে বাধা বিশ্বকাপ আসরে

By Entertainment Desk | Published: November 8, 2022, 3:02 pm

বিশ্বকাপ ফুটবল (Qatar WC) শুরুর আগেই হই হই ব্যাপার। কাতার সরকারের অভিবাসন বিভাগ সরাসরি বাতিল করল অন্তত ৬ হাজার আর্জেন্টিনা (Argentina) সমর্থকের প্রবেশাধিকার। অভিযোগ, এরা সবাই ‘ফুটবল গুন্ডা’। আর্জেন্টিনা সরকারের তথ্য থেকেই অত্যন্ত হিংস্র বলেই চিহ্নিত করেছে কাতার সরকার। কাতারে কাতারে বিভিন্ন দেশের সমর্থকরা কাতারে ঢুকছেন ফুটবল গুণ্ডাদের নিয়ে চিন্তিত কাতার সরকার Gulf News জানাচ্ছে, […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: আর্জেন্টিনার হিংস্র সমর্থকদের ঢুকতে বাধা বিশ্বকাপ আসরে

Ad Slot Below Image (728x90)

বিশ্বকাপ ফুটবল (Qatar WC) শুরুর আগেই হই হই ব্যাপার। কাতার সরকারের অভিবাসন বিভাগ সরাসরি বাতিল করল অন্তত ৬ হাজার আর্জেন্টিনা (Argentina) সমর্থকের প্রবেশাধিকার। অভিযোগ, এরা সবাই ‘ফুটবল গুন্ডা’। আর্জেন্টিনা সরকারের তথ্য থেকেই অত্যন্ত হিংস্র বলেই চিহ্নিত করেছে কাতার সরকার।

  • কাতারে কাতারে বিভিন্ন দেশের সমর্থকরা কাতারে ঢুকছেন
  • ফুটবল গুণ্ডাদের নিয়ে চিন্তিত কাতার সরকার

Gulf News জানাচ্ছে, পর্দা উঠতে যাচ্ছে কাতার বিশ্বকাপের। বিভিন্ন দেশের সমর্থকরা কাতারে কাতারে কাতার দেশটিতে ঢুকতে শুরু করেছেন। দেশটির সরকার কড়া নজর রেখেছে জার্মানি, ইংল্যান্ডের বিশ্বকুখ্যাত ফুটবল গুন্ডাদের উপর। এরা যে কোনও অজুহাতে একে অপরের উপর হামলা করতে তৈরি থাকেন। তবে এর মধ্যেই চিহ্নিত হয়েছে আর্জেন্টিনার ৬ হাজার হিংস্র সমর্থক। তারা ঢুকতে পারবেন না কাতারে বিশ্বকাপের ভেন্যুতে।

  • বিশ্বকাপের আসরে ফুটবল গুন্ডাদের হামলার আশঙ্কা
  • জার্মানি, ইংল্যান্ড ও আর্জেন্টিনার সমর্থকদের উপর কড়া নজর

BBC জানাচ্ছে, যে ৬ হাজার আর্জেন্টিনা সমর্থকের তালিকা তৈরি হয়েছে, তারা স্টেডিয়ামে গিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত, বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স সিটির নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রী মার্সেলো ডি আলেজান্দ্রো বলেছেন, যে ব্যক্তি এখানে হিংসাত্মক কাজ করতে পারে, সে কাতারে গিয়েও একই কাজ করবে। আমরা চাই ফুটবলে শান্তি ফিরিয়ে আনতে। এমন হিংস্র সমর্থকদের মাঠের বাইরে রাখতে।

Al Jazeera জানাচ্ছে, আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা মন্ত্রক ও কাতার দূতাবাসের একটি চুক্তি সই হয়। এই চুক্তি অনুসারে বিশ্বকাপে আর্জেন্টিনার হিংস্র সমর্থকরা যেন স্টেডিয়ামে ঢুকতে না পারেন সেই দিকটি বিশেষ বিবেচিত হচ্ছে।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar WC: আর্জেন্টিনার হিংস্র সমর্থকদের ঢুকতে বাধা বিশ্বকাপ আসরে

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles