🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Qatar World Cup: বিশ্বকাপ শুরু ১০ দিন আগে দল ঘোষণা করলো ইউরোপের দুই শক্তিশালী দেশ

By Entertainment Desk | Published: November 11, 2022, 1:43 pm

দরজায় কড়া নাড়ছে কাতারের ফুটবল বিশ্বকাপ(Qatar Football world cup)। এই টুর্নামেন্টের জন্য ১৪ নভেম্বর দল ঘোষণার শেষ সময় অংশ নেওয়া ৩২ দেশের জন্য।ইতোমধ্যেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে দলগুলো। এবার বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল বেলজিয়াম।ইংল্যান্ডের ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন লেস্টার সিটির জেমস ম্যাডিসন। চলতি মৌসুমে […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar World Cup: বিশ্বকাপ শুরু ১০ দিন আগে দল ঘোষণা করলো ইউরোপের দুই শক্তিশালী দেশ

Ad Slot Below Image (728x90)

দরজায় কড়া নাড়ছে কাতারের ফুটবল বিশ্বকাপ(Qatar Football world cup)। এই টুর্নামেন্টের জন্য ১৪ নভেম্বর দল ঘোষণার শেষ সময় অংশ নেওয়া ৩২ দেশের জন্য।ইতোমধ্যেই বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে শুরু করেছে দলগুলো। এবার বিশ্বকাপের দল ঘোষণা করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল বেলজিয়াম।ইংল্যান্ডের ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন লেস্টার সিটির জেমস ম্যাডিসন। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছেন তিনি।

এছাড়া সুযোগ মিলেছে ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডেরও। তার ক্লাব সতীর্থ হ্যারি ম্যাগুয়ের ক্লাবে ম্যাচ টাইম না পেলেও আছেন বিশ্বকাপ দলে।২১ নভেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে ইংল্যান্ড। এছাড়া গ্রুপ ‘বি’তে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে ওয়েলস ও যুক্তরাষ্ট্র।  

এদিকে বেলজিয়ামের বিশ্বকাপ দলে ফিটনেস সমস্যা থাকলেও সুযোগ মিলেছে রোমেলো লুকাকুর। চেলসি থেকে ইন্টার মিলানে ধারে খেলতে গিয়ে কেবল ছয় ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এছাড়া ইপিএল থেকে আছেন মোট ছয় ফুটবলার। আছেন রিয়ালের দুই বড় তারকা থিবু কোর্তোয়া ও এডেন হ্যাজার্ডও।

  • ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), নিক পোপ (নিউক্যাসল), অ্যারন রামসডেল (আর্সেনাল)

ডিফেন্ডার: হ্যারি ম্যাগুইয়ের, লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), এরিক ডিয়ের (টটেনহ্যাম), জন স্টোনস, কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি উভয়েই), কাইরান ট্রিপিয়ার (নিউক্যাসল), কনর কোডি (এভারটন), বেন হোয়াইট (আর্সেনাল), ট্রেন্ট আলেকজান্ডার -আর্নল্ড (লিভারপুল)

মিডফিল্ডার: জুড বেলিংহাম (বরুশিয়া ডর্টমুন্ড), ম্যাসন মাউন্ট, কনর গ্যালাঘের (চেলসি), ডেক্লান রাইস (ওয়েস্ট হ্যাম), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), কালভিন ফিলিপস (ম্যানচেস্টার সিটি)

ফরোয়ার্ড: জেমস ম্যাডিসন (লিসেস্টার), ফিল ফোডেন, জ্যাক গ্রিলিশ (ম্যানচেস্টার সিটি উভয়েই), হ্যারি কেন (টটেনহ্যাম), বুকায়ো সাকা (আর্সেনাল), রাহিম স্টার্লিং (চেলসি), ক্যালাম উইলসন (নিউক্যাসল), মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড)

  • বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: থিবু কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), সাইমন মিগনোলেট (ক্লাব ব্রুগ), কোয়েন ক্যাস্টিলস (উলফসবার্গ)

ডিফেন্ডার: জান ভার্টোনহেন (অ্যান্ডেরলেখ্ট), টবি অ্যাল্ডারওয়েইরল্ড (অ্যান্টওয়ার্প), লিয়েন্ডার ডেনডনকার (অ্যাস্টন ভিলা), ওয়াউট ফায়েস (লিসেস্টার সিটি), আর্থার থিয়েট (রেনেস), জেনো ডেবাস্ট (অ্যান্ডেরলেখ্ট), ইয়ানিক ক্যারাসকো (অ্যাটলেটিকো মাদ্রিদ), থমাস মেউনিয়ার (অ্যাটলেটিকো মাদ্রিদ) বরুশিয়া ডর্টমুন্ড), টিমোথি ক্যাসটেন (লিসেস্টার সিটি), থরগান হ্যাজার্ড (বরুশিয়া ডর্টমুন্ড),

মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি), ইউরি টাইলেম্যানস (লিসেস্টার সিটি), আন্দ্রে ওনানা (এভারটন), অ্যাক্সেল উইটসেল (অ্যাটলেটিকো মাদ্রিদ), হ্যান্স ভানাকেন (ক্লাব ব্রুগ)

ফরোয়ার্ড: এডেন হ্যাজার্ড (রিয়াল মাদ্রিদ), চার্লস ডি কেটেলেরে (এসি মিলান), লিয়েন্দ্রো ট্রোসার্ড (ব্রাইটন), ড্রিস মের্টেন্স (গালাতাসারে), জেরেমি ডোকু (রেনেস), রোমেলু লুকাকু (ইন্টার মিলান), মিচি বাতশুয়াই (ফেনারবাচে), লোইস ওপেনদা। (লেন্স)

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন Qatar World Cup: বিশ্বকাপ শুরু ১০ দিন আগে দল ঘোষণা করলো ইউরোপের দুই শক্তিশালী দেশ

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles