🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Rohit Sharma: রোহিতের নতুন ভূমিকা ভাইরাল হতেই চাঞ্চল্য

By Kolkata24x7 Desk | Published: December 18, 2021, 1:51 pm
Rohit Sharma
Ad Slot Below Image (728x90)

Sports desk: হ্যামস্ট্রিং’র চোটের কারণে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে (NCA) রিহ্যাবিলিটেশন প্রক্রিয়া চলার সময়ে এক নতুন ভূমিকায় দেখা গেল ভারতের সাদা বলের ফর্ম্যাটের অধিনায়ক রোহিত শর্মাকে।আর ওই নতুন ভূমিকায় রোহিত (Rohit Sharma) হয়েছেন একজন শিক্ষক,আর পড়ুয়ারা হল ভারতের অনূর্ধ্ব -১৯ দলের ক্রিকেটার।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শুক্রবার টুইট পোস্ট করেছে,”অমূল্য পাঠ 👍 👍

📸 📸 #TeamIndia সাদা বলের অধিনায়ক @ImRo45 বেঙ্গালুরুতে NCA-তে তাদের প্রস্তুতি শিবিরের সময় ভারতের অনূর্ধ্ব 19 দলকে ভাষণ দেওয়ার সময় তার পুনর্বাসনের বেশিরভাগ সময় কেটেছে”।

প্রসঙ্গত, এই হ্যামস্ট্রিং’র চোটের কারণেই(বিসিসিআই’র আনুষ্ঠানিক প্রেস বিবৃতি) রোহিত শর্মা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। রোহিতের বদলে টেস্ট ফর্ম্যাটের স্কোয়াডে জায়গা পেয়েছে প্রিয়াঙ্ক পাঞ্চাল। এখন চোটমুক্ত হয়ে প্রোটিয়ার্সদের বিরুদ্ধে ওডিআই ফর্ম্যাটে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য NCA’তে রিহ্যাবিলিটেশন (পুনঃবাসন) প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছেন রোহিত।

ইতিমধ্যেই,ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার মাটি ছুঁয়েছে হেডকোচ রাহুল দ্রাবিড়ের ছত্রছায়ায়। প্রোটিয়ার্সদের বিরুদ্ধে ভারত তিন ম্যাচের টেস্ট এবং সম-সংখ্যক ম্যাচের ওডিআই সিরিজ খেলবে,তবে ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটের দিনক্ষণ এবং ম্যাচ ভেন্যু এখনও ঠিক হয়নি। ২৬ ডিসেম্বরে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত সেঞ্চুরিয়নে, দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওডিআই সিরিজের প্রথম এবং দ্বিতীয় ম্যাচ ১৯ এবং ২১ জানুয়ারী পারল ক্রিকেট গ্রাউন্ডে হবে এবং তৃতীয় তথা শেষ ওডিআই ম্যাচ হবে ২৩ জানুয়ারী কেপটাউনে।

অন্যদিকে,ভারতীয় অনূর্ধ্ব -১৯ দল এখন NCA’তে আসন্ন ACC অনূর্ধ্ব- ১৯ এশিয়া কাপের চুড়ান্ত প্রস্তুতিতে রয়েছে। অল ইন্ডিয়া জুনিয়র সিলেকশন কমিটি ২০ সদস্যের দল গঠন করেছে। আসন্ন ওই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে, ২৩ ডিসেম্বর থেকে।

ওয়েস্ট ইন্ডিজে ২০২২ সালে জানুয়ারি-ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা ICC পুরুষদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড পরে ঘোষণা করা হবে, এমনটাই জানা গিয়েছে বোর্ড সূত্রে।

ভারতের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ স্কোয়াড: হারনুর সিং পান্নু, আংক্রিশ রঘুবংশী, অংশ গোসাই, এসকে রাসেদ, যশ ধুল (অধিনায়ক), অন্নেশ্বর গৌতম, সিদ্ধার্থ যাদব, কৌশল তাম্বে, নিশান্ত সিন্ধু, দিনেশ বানা (উইকেটরক্ষক), আরাধ্যা যাদব (উইকেটরক্ষক), রজনগদ বাওয়া, রাজবর্ধন হাঙ্গারগেকার, গর্ভ সাংওয়ান, রবি কুমার, ঋষিথ রেড্ডি, মানব পারখ, অমৃত রাজ উপাধ্যায়, ভিকি অস্টওয়াল, ভাসু ভাতস (ফিটনেস ক্লিয়ারেন্স সাপেক্ষে)

স্ট্যান্ডবাই খেলোয়াড় যারা এনসিএ-তে প্রস্তুতি শিবিরে: আয়ুষ সিং ঠাকুর, উদয় সাহারান, শাশ্বত ডাঙ্গওয়াল, ধানুস গৌডা, পিএম সিং রাঠোর।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles