🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

সোশাল মিডিয়ায় রয় কৃষ্ণ’র বার্তা সবুজ-মেরুন সমর্থকদের উদ্দেশ্যে

By Kolkata24x7 Desk | Published: December 25, 2021, 11:06 pm
roy krishna
Ad Slot Below Image (728x90)

Sports desk: চলতি আইএসএলের (ISL) ১১ তম রাউন্ডে আন্তোনিও লোপেজ হাবাসের হঠাৎ ইস্তফা, নতুন কোচ হুয়ান ফেরান্দোর কোচিং’এ গত মঙ্গলবার ATK মোহনবাগান ৩-২ গোলে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয় পেয়েছে, নিজেদের সপ্তম ম্যাচে। কিন্তু সবুজ মেরুন গোলমেশিন ফিজিয়ান স্ট্রাইকার রয় কৃষ্ণ অফ ফর্মে। যা নিয়ে মন খারাপ ‘কৃষ্ণ’ ভক্তদের।

শনিবার, ‘X Mas’ উপলক্ষ্যে সকল সবুজ মেরুন সমর্থকদের উদ্দ্যেশ্যে ফিজিয়ান ‘গোল্ডেন বয়’ সস্ত্রীক রয় কৃষ্ণ নিজের নবজাত সন্তানকে কোলে নিয়ে ছবি ইনস্ট্রাগ্রাম সোশাল মিডিয়াতে পোস্ট করেছে। ওই পোস্টে রয় কৃষ্ণ লিখেছে,””আমার পরিবারের তরফ থেকে সমর্থকদের জানাই মেরি ক্রিসমাস! উৎসবের মুহুর্তে আপনাদের জীবন ভালবাসা আর উল্লাসে ভরে উঠুক,সুখ এবং শান্তিময় হোক”।

প্রসঙ্গত, নিজের পড়তি ফর্ম নিয়ে রয় কৃষ্ণ নিজেও বিব্রত। ATK মোহনবাগানের প্রাক্তন হেডকোচ আন্তোনিও লোপেজ হাবাস এই অফ ফর্ম নিয়ে বলেছিলেন, ‘স্ট্রাইকারদের এইরকম সমস্যার মধ্যে পড়তে হয়,তবে রয় কৃষ্ণ ফর্মে ফিরবে’। যদিও হাবাস যুগের মধুচন্দ্রিমা এখন অতীত, হাবাসের স্বদেশীয় স্প্যানিশ হেডকোচ হুয়ান ফেরান্দো এখন নতুন হেডস্যার রয় কৃষ্ণদের।

নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে গত ম্যাচে জয় পেলেও, প্লে অফে খেলা নিয়ে এখনও ATK মোহনবাগান নিশ্চিত নয়। কারণ চলতি আইএসএলের লিগ টেবিলে চোখ রাখলে দেখা যাবে সাপ লুডো খেলার মত লিগ টেবিলে দলগুলোরও পজিশন ওঠানামা করছে।

তাই টুর্নামেন্টের প্লে অফের টিকিট নিশ্চিত করতে ATK মোহনবাগানকে পরের খেলা ২৯ ডিসেম্বর, এফসি গোয়ার বিরুদ্ধে জিততেই হবে, টুর্নামেন্টে ‘ডু অর ডাই’ সিচুয়েশনে হুয়ান ফেরান্দোর ছেলেরা। এরপর জানুয়ারি ৫ হায়দরাবাদ এফসি এবং ১১ তম রাউন্ডে সবুজ মেরুন দলের শেষ ম্যাচ ৮ জানুয়ারি ওডিশা এফসির বিরুদ্ধে। তিন ম্যাচ জিততেই হবে চলতি আইএসেলের প্লে অফের যোগ্যতা অর্জনের জন্য।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles