🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

SAvIND: জোবা’র্গে অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া

By Kolkata24x7 Desk | Published: December 18, 2021, 12:24 pm
Team India went down to practice
Ad Slot Below Image (728x90)

#SAvIND
Sports desks: শনিবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড(বিসিসিআই) অফিসিয়াল টুইট পোস্ট করেছে টিম ইন্ডিয়ার প্রথম দিনের অনুশীলন সেশনের,একটি সংক্ষিপ্ত ভিডিও পোস্টের মাধ্যমে।

বিসিসিআই ওই টুইটে দেশের ক্রিকেট ভক্তকুলকে আশ্বস্ত করে পোস্ট করেছে,”টিম ইন্ডিয়া জোবা’র্গে নিজেদের প্রথম ট্রেনিং সেশনে নেমে পড়েছে”।

বোর্ডের করা ওই টুইট পোস্টে আরও দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার খেলোয়াড়রা প্রথম দিনের সেশনে “ফুটবলি” অনুশীলনে ঘাম ঝড়াচ্ছে। ২৬ ডিসেম্বর “বক্সিং ডে” টেস্ট ম্যাচ, ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, যা এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচ হতে চলেছে সেঞ্চুরিয়নে।

ওই সংক্ষিপ্ত ভিডিও পোস্টে দেখা যাচ্ছে, হেডকোচ রাহুল দ্রাবিড়ের কড়া নজরদারিতে অধিনায়ক বিরাট কোহলি “এন্ড হিজ কোম্পানি” চুটিয়ে প্রথম দিনের অনুশীলন সেশনে নিজেদের গোপন অস্ত্রে শেষ মুহুর্তের পালিশ করে চলেছে। বোর্ডের করা ওই ভিডিও পোস্টে টিম ইন্ডিয়ার অন্দর মহলে এখন শুধুই “ফিল গুড ফ্যাক্টর” মুক্ত বাতাস বয়ে চলেছে, প্রোটিয়ার্সদের বিরুদ্ধে আসন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles