🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Senior NFC Championship: গোল পার্থক্যে জেরে বাংলার মহিলা দল ছিটকে গেল

By Kolkata24x7 Desk | Published: December 3, 2021, 11:08 pm
Bangla women's team
Ad Slot Below Image (728x90)

Sports desk:সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ (Senior NFC Championship) তেলেঙ্গানার বিরুদ্ধে বাংলার মেয়েদের এককথায় ব্লক ব্লাস্টার এনকাউন্টার। গ্রুপ ‘H’ নিজেদের তৃতীয় ম্যাচে বাংলা ২০-০ তেলেঙ্গানা। বড় মার্জিনে জিতেও গোল পার্থক্যের জেরে চ্যাম্পিয়নশিপের কোয়াটার ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারল না বাংলার মেয়েরা।

পাঞ্জাবের বিরুদ্ধে বাংলা চ্যাম্পিয়নশিপের প্রথম খেলায় গোলশূন্য ড্র এবং দ্বিতীয় ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছিল বাংলা। কিন্তু শেষ রক্ষা হল না। মনিপুর, আসাম,মহারাষ্ট্র, মিজোরাম অন্যদিকে রেলওয়ে, গোয়া,তামিলনাড়ু, ওডিশা কোয়াটার ফাইনালের যোগ্যতা অর্জন করেছে।

বাংলার গ্রুপ ‘H’ থেকে তামিলনাড়ু শেষ আটে খেলবে। ফাইনাল ৯ ডিসেম্বর। কেরালার কোঝিকোড়ে সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ (Senior NFC Championship) আয়োজিত হচ্ছে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) নিজেদের টুইটার হ্যাণ্ডেলে পোস্ট করেছে,”অভিনন্দন 🙌🏼 সকল 8️⃣ দলকে যারা #HeroSWNFC-এর কোয়ার্টার ফাইনাল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে 🏆
#ইন্ডিয়ানফুটবল ⚽️। “

তেলেঙ্গানার বিরুদ্ধে আগাগোড়া দাপটে খেলে দুরন্ত জয় হেড কোচ দোলা মুখার্জীর মেয়েদের। ম্যাচের সন্ধ্যা এবং কাজল দুজনের জোড়া গোল মোট ৪ গোল হল। রঞ্জিতা একাই ৯ গোল তেলেঙ্গানার জালে জড়িয়েছে।

গোটা ম্যাচে তেলেঙ্গানা দলকে নিয়ে কার্যত ছিনিবিনি খেলেছে বাংলার মেয়েরা। সুমিলা এবং গীতা হ্যাটট্রিক করেছে।দুলার একটি গোল করেছে।

৩২ টি দলকে আটটি গ্রুপে ভাগ করা হয়েছে।প্রতিটি গ্রুপের দলগুলি বাছাইপর্বের জন্য একে অপরের বিরুদ্ধে খেলবে। বাছাইপর্বের ম্যাচের বিজয়ীরা সেমিফাইনাল খেলবে, শেষ চার থেকে দুই বিজয়ী ফাইনালে যাবে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles