🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Serie A: ৬০জন ফুটবলার করোনা আক্রান্ত, ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন, তবুও হবে খেলা

By Suparna Parui | Published: January 4, 2022, 9:45 pm
Ad Slot Below Image (728x90)

প্রতি দশজন ফুটবলারের মধ্যে করোনা আক্রান্ত ১ জন। আক্রান্তের হার ১০ শতাংশ। ম্যাচ পিছিয়ে দেওয়ার আবেদন করেছে তাবড় দুই ক্লাব। তবুও অনড় আয়োজকরা। চলবে লিগ।

চমকে দেওয়ার মতো এই ছবি ইতালির সিরি এ (Serie A) লিগের। মাঝে কয়েক দিন ছিল বিরতি। ফের শুরু হতে চলেছে টুর্নামেন্ট। বাকি আর ১০টা ম্যাচ। প্রতিযোগিতায় রয়েছে ২০টা টিম। প্রতি দলকে এখনও খেলতে হবে দু’টি করে ম্যাচ। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার এবং রবিবার মাঠে নামতে হবে ফুটবলারদের, এমনটাই নিদান আয়োজকদের।

সব থেকে করুণ অবস্থা লিগ ক্রম তালিকার সবার শেষে থাকা ক্লাব সালেরিন্টানার৷ দলের মোট ৯ জন ফুটবলারের দেহে মিলেছে করোনা সংক্রমণের প্রমাণ। ইন্টার মিলাম, জুভেন্তাসের মতো তাবড় ক্লাবও পরিস্থিতি নিয়ে চিন্তিত। দুই ক্লাবের পক্ষ থেকেই ইতালিয়ান সুপার কাপের ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি জানানো হয়েছে। সামনের সপ্তাহে সান সিরো স্টেডিয়ানে ইতালির এই দুই জায়ান্টের মুখোমুখি হওয়ার কথা রয়েছে। যদিও মাঠে দল নামানোর ব্যাপারে স্পষ্টতই অনিচ্ছা প্রকাশ করেছে তারা।

করোনা পজিটিভের তালিকায় রয়েছেন ইন্তার মিলানের তারকা ইডিন জেকো, নাপোলির ভিক্টোর ওসিহেন, জুভেন্তাসের জর্জিয়ো কিয়েলিন্নি-রা। এছাড়াক সিরি বি লিগের ক্লাবে যোগ দেওয়া বুফোঁ-ও করোনায় আক্রান্ত হয়েছেন। পরিস্থিতির কথা মাথায় রেখে কিছু নির্দেশিকা জারি করেছে ইতালির ফুটবল নিয়ামক কর্তৃপক্ষ। স্টেডিয়ামে দর্শক সংখ্যা ৭৫ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ৫০ শতাংশ। প্রত্যেক দর্শকের মুখে যাতে এফএফপি২ মাস্ক থাকা আবশ্যক বলে জানানো হয়েছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles