🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

সাহবাজ আহমেদের অলরাউন্ড পারফরম্যান্সে বরোদার বিরুদ্ধে বাংলা’র জয়

By Business Desk | Published: November 5, 2021, 5:55 pm
Shahbaz Ahmed
Ad Slot Below Image (728x90)

Sports desk: বিসিসিআই পরিচালিত সৈয়দ মুস্তাক আলি টি টোয়েন্টি টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেল বাংলা(Bengal), বরোদার (Baroda) বিরুদ্ধে। শেষ ওভারে বাংলার (Bengal) বোলার মুকেশ কুমারের হাতে বাংলার (Bengal) জয়ের ভবিষ্যৎ তুলে দিয়েছিলেন অধিনায়ক সুদীপ চ্যাটার্জী। শেষ ওভারে বরোদার (Baroda) ১২ রান দরকার ছিল জয়ের জন্য।

কিন্তু মুকেশ কুমার লাইন এবং লেহ্নে নিয়ন্ত্রণ রেখে সঙ্গে বোলিং ভেরিয়েশনে বরোদার (Baroda)বিরুদ্ধে ডট বল; শেষ ওভারের চতুর্থ বলে বরোদার (Baroda) জয়ের আশায় জল ঢেলে দেয়। ২০ ওভারে বরোদাকে (Baroda) ৬ উইকেট হারিয়ে ১৪৪ রানে থেমে যেতে হয়। বাংলা (Bengal) ২ রানে জয় পায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে গত বৃ্হস্পতিবার ছত্তিসগড়ের (Chhattisgarh) বিরুদ্ধে বাংলা (Bengal) ৭ উইকেটে জয় পেয়েছিল।

১০.৩ ওভারে ৬৫ রানের মাথায় ৪ উইকেট বাংলার (Bengal) ঋদ্ধিমান সাহা (৭) প্যাভিলিয়নে রাস্তা ধরেন। বরোদার (Baroda) বিরুদ্ধে ম্যাচে কোণঠাসা বাংলা (Bengal)।এমন সময়ে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে হয়ে খেলে আসা সাহবাজ আহমেদ বাংলার (Bengal) হাল ধরেন।

সাহবাজ ঋতিক রায়চৌধুরী (২১) এবং আকাশ দীপ (১২) সঙ্গে জুটি বেঁধে ইনিংস গোছানোর কাজে মন দেন। ২৫ বলে ৩৪ রান করেন সাহবাজ আহমেদ। আইপিএলের অভিঞ্জতাকে কাজে লাগিয়ে বাংলাকে (Bengal) কোণঠাসা অবস্থা থেকে টেনে বের করেন। অতীত শেঠের বলে ক্যাচ দিয়ে ফিরে আসেন সাহবাজ, আকাশ দীপ নট আউট ছিলেন, বাংলা ২০ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান তোলে।
দ্বিতীয় ইনিংসে বরোদা (Baroda) ব্যাট করতে নামে। বল হাতেও সাহবাজ আহমেদ ৬.৫০ ইকোনমি রেটে ৪ ওভার হাত ঘুরিয়ে, মাত্র ২৬ রান দিয়ে বরোদার (Baroda) দুই অভিজ্ঞ ওপেনিং ব্যাটসম্যান কেদার দেওধর (১৮) এবং শাশ্বত রাওয়াতের(৮) উইকেট তুলে নিয়ে গোড়াতেই বরোদাকে (Baroda) ধাক্কা দিয়ে বসেন। বরোদা (Baroda) ৬.৬ ওভারে ৩৫ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকছে।

এদিনের ম্যাচে পাওয়ার প্লে ওভারে দুরন্ত হয়ে ওঠেন ঋত্বিক চ্যাটার্জী। নিয়ন্ত্রিত বোলিং এবং ধারাবাহিতা বজায় রেখে ৪ ওভারে ১৪ রানে ১ উইকেট, ইকোনমি রেট ৩.৫০।

শেষ ওভারে রুদ্ধশ্বাস ম্যাচে বাংলার (Bengal) মুকেশ কুমারের আটোসাটো বোলিং বাংলাকে জয় এনে দিল দুই রানে বরোদার (Baroda) বিরুদ্ধে। আগামী শনিবার বাংলা (Bengal) খেলতে নামবে অপর শক্তিশালী দল মুম্বই’র(Mumbai) বিরুদ্ধে। পৃথ্বী শাহ-অজিঙ্ক রাহানের মুম্বই’র কড়া হাডল টপকানোই এখন চ্যালেঞ্জ বাংলার
(Bengal) কোচ অরুণলালের ছেলেদের সামনে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles