<

Shubman Gill: গুজরাটের শুভমনের অপ্রতিরোধ্য ১০৪ ইতি টেনে টানল বিরাটদের প্লে অফ যাত্রা

তবে আরসিবি ভক্তরা এমন জিনিস একেবারেই ভালো চোখে নেয়নি। তাদের রাগ সমূত শালীনতার উর্দ্ধে উঠে আক্রমণ করে গিলের বোন শেহনীলকে।ম্যাচের পর শুভমন তার ইস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর নিজের ছবি পোস্ট করে লেখেন, “এখনই শুরু হল।” সেখানে অনেকেই অভিনন্দন জানান।…

Shubman Gillতবে আরসিবি ভক্তরা এমন জিনিস একেবারেই ভালো চোখে নেয়নি। তাদের রাগ সমূত শালীনতার উর্দ্ধে উঠে আক্রমণ করে গিলের বোন শেহনীলকে।ম্যাচের পর শুভমন তার ইস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর নিজের ছবি পোস্ট করে লেখেন, “এখনই শুরু হল।” সেখানে অনেকেই অভিনন্দন জানান। তালিকায় রয়েছেন সূর্যকুমার যাদব, রশিদ খান, ক্রুণাল পণ্ড্য ইত্যাদি। রয়েছেন শেহনীলও। শেহনীল কমেন্ট করতেই “ভক্ত”-রা ক্ষেঁপে গিয়ে […]