🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

India Vs South Africa: প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের তৃতীয় বোলার সিরাজের হ্যামস্ট্রিং’র চোট

By Suparna Parui | Published: January 3, 2022, 10:15 pm
Siraj, India's third bowler
Ad Slot Below Image (728x90)

ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের (South Africa) প্রথম ইনিংসের বোলিং স্ট্রাইডে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান মহম্মদ সিরাজ।সিরাজ ভারতের তৃতীয় বোলিং অপশন। সিরাজ ম্যাচ চলাকালীন মাঠের বাইরে যাওয়ার জন্য শার্দূল ঠাকুর তার অসমাপ্ত ওভার সম্পূর্ণ করেন।

প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকা ৩৫ রান তুলেছে ১ উইকেটের বিনিময়ে। মঙ্গলবার ভারতকে ৯ উইকেট তুলতে হবে প্রোটিয়াদের। এমন পরিস্থিতি টিম ইন্ডিয়ার স্ট্রেহ্ন এন্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই কত দ্রুত মহম্মদ সিরাজকে খেলার উপযোগী করে মাঠে বল করার জন্য ফেরাতে পারে, এটাই এখন আসন্ন ২৪ ঘন্টায় টিম ইন্ডিয়ার অন্দরমহল জুড়ে সবথেকে বড় চ্যালেঞ্জ।

মহম্মদ সামি ভারতকে প্রাথমিক সাফল্য এনে দেন, কিন্তু ডিন এলগার এবং কিগান পিটারসেন প্রোটিয়াদের জাহাজের হাল ধরে।দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মার্করামের উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে।ক্রিজে এলগার ১১ এবং পিটারসেন ১৪ রানে অপরাজিত। প্রোটিয়ারা এখনও ১৬৭ রানে পিছিয়ে।

সোমবার সকালে ম্যাচ শুরর আগে পিঠের ওপড়ের অংশে খিঁচুনি অনুভব করেন। বাধ্য হয়ে টিম ম্যানেজমেন্ট বিরাট কোহলিকে বাদ দিয়ে প্রথম একাদশ নির্বাচন করে। কেএল রাহুলকে অধিনায়ক ঘোষণা করে ভারত টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ২০২ রানে অল আউট হয়ে যায়। রবিচন্দ্রন অশ্বিনের ৫০ বলে ৪৬ রানের দুরন্ত ব্যাটিং। অধিনায়ক লোকেশ রাহুল ১৩৩ বলে ৫০ রান করে মার্কো জ্যানসনের বলে রাবাদার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়ন ফিরে আসে। বিরাট কোহলির বাদ যাওয়ার কারণে প্রথম একাদশে জায়গা পাওয়া হনুমা বিহারি তেমন কিছুই করতে পারেনি,২০ রান করে ফিরে আসে।

অজিঙ্কা রাহানে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নের রাস্তা ধরেন। কেএল রাহুল এবং অশ্বিন ছাড়া কোনও ভারতীয় ব্যাটসম্যান প্রোটিয়া বোলিং লাইন আপের বিরুদ্ধে মুখ তুলে দাঁড়াতে পারেনি।

মায়াঙ্ক ২৬,পূজারা ৩,পহ্ন ১৭ অন্যদিকে শার্দূল ঠাকুর রানের খাতা না খুলেই আউট। এই হল প্রথম ইনিংসে ভারতীয় ব্যাটসম্যানদের পারফরম্যান্স।
ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের জমকালো বোলিং পারফরম্যান্স দেখা যায়। দক্ষিণ আফ্রিকার (South Africa) বাহাতি জোরে বোলার মার্কো জ্যানসনের ৪ উইকেট, ৩১ রানে। কাগিসো রাবাদা এবং ডুয়ান অলিভিয়ার ৩ টি করে উইকেট পেয়েছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles