🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Srinjoy Bose: মোহনবাগানের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা সৃঞ্জয় বসুর

By Kolkata24x7 Desk | Published: November 30, 2021, 10:36 pm
Srinjoy Bose
Ad Slot Below Image (728x90)

Sports desk: “ব্যক্তিগত কারণে”র উল্লেখ করে আচমকা ইস্তফা মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক পদে সৃঞ্জয় বসু (Srinjoy Bose)।মঙ্গলবার ক্লাব সভাপতি স্বপন সাধন বসুকে(টুটু) লিখিত চিঠি পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন সৃঞ্জয় বসু।

মঙ্গলবার সন্ধ্যেতে আচমকা এই চিঠিতে সবুজ মেরুন ক্লাব প্রশাসন থেকে সৃঞ্জয় বসুর ইস্তফা কলকাতা ময়দানে হইচই ফেলে দিয়েছে। ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে ইস্তফাপত্রে।

ক্লাবের সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফা দিলেও ক্লাবের একনিষ্ক সমর্থক এবং সদস্য হয়েই থাকতে চান সৃঞ্জয়বাবু চিঠিতে এও উল্লেখ রয়েছে। মোহনবাগান ক্লাবের সঙ্গে তার আত্মার সর্ম্পক ইস্তফাপত্রে জানাতে ভোলেননি কলকাতা ময়দান তথা ভারতীয় ফুটবলের উঠোনে সুপরিচিত সৃঞ্জয় বসু (টুম্পাই)।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles