Udanta Singh: বেঙ্গালুরু এফসির এই তারকা ফুটবলার কে সই করাল গোয়া

বেঙ্গালুরু এফসির প্রতিষ্ঠা লগ্ন থেকে একেবারে দলের ফেডারেশন কাপ জয় হোক কিংবা আইলিগ জয়, সমস্ত কিছুর সাক্ষী থেকেছেন এই তারকা। এমনকি কার্লোস কুয়াদ্রাতের কোচিং জামানায় আইএসএল জয়ী দলেও সুযোগ করে নিয়েছিলেন টাটা ফুটবল অ্যাকাডেমির এই প্রতিভাবান। পাশাপাশি …

বেঙ্গালুরু এফসির প্রতিষ্ঠা লগ্ন থেকে একেবারে দলের ফেডারেশন কাপ জয় হোক কিংবা আইলিগ জয়, সমস্ত কিছুর সাক্ষী থেকেছেন এই তারকা। এমনকি কার্লোস কুয়াদ্রাতের কোচিং জামানায় আইএসএল জয়ী দলেও সুযোগ করে নিয়েছিলেন টাটা ফুটবল অ্যাকাডেমির এই প্রতিভাবান। পাশাপাশি ডুরান্ড কাপ ও সুপার কাপ জেতার ও রেকর্ড রয়েছে তার ঝুলিতে। তবে গত কয়েকটি মরশুম একেবারেই ভালো যায়নি […]