🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Virat-Rohit : আজ্জু’র “বিস্ফোরক” টুইট এবং গাভাস্কারের “তির্যক প্রশ্নে” রোহিত-বিরাট ইস্যু অগ্নিগর্ভ

By Kolkata24x7 Desk | Published: December 15, 2021, 10:45 am
Virat-Rohit
Ad Slot Below Image (728x90)

Sports desk: ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে (Virat Kohli) সরিয়ে দেওয়ার পর ভারতীয় ক্রিকেট দল নিয়ে আলোচনার বাজার তেঁতে উঠেছে। ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা যেতে চান না বিরাট কোহলি? রোহিত শর্মার (Rohit Sharma) অধীনে না খেলা নিয়ে সোশাল মিডিয়া টুইটারে ট্রোলিং শুরু করেছে ক্রিকেট ভক্তকুল। এই প্রেক্ষাপটে সমস্ত বিতর্কে নিজের স্পষ্ট অবস্থান তুলে ধরতে বুধবার বিরাট কোহলি সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন এমন একটা সম্ভাবনা উকি দিচ্ছে।

স্বভাবতই, বিরাটকে ঘিরে ক্রিকেট মহলে অনেক প্রশ্ন উঠেছে,মনে করা হচ্ছে এই সাংবাদিক বৈঠকে কোহলিকে লক্ষ্য করে একাধিক প্রশ্নবাণ ধেয়ে আসতে পারে।

অন্যদিকে গত সোমবার বিসিসিআই প্রেস বিবৃতিতে জানিয়েছে, বাম হ্যামস্ট্রিং’র ইনজুরির কারণে রোহিত শর্মা আসন্ন দক্ষিন আফ্রিকা বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারবেন না,রোহিতের জায়গাতে স্কোয়াডে এসেছে প্রিয়ঙ্ক পাঞ্চাল।

প্রোটিয়ার্সদের বিরুদ্ধে সফরে আগে টিম ইন্ডিয়ার পজিশন নিয়ে জল অনেকটাই ঘোলাটে হয়ে গিয়েছে। এই অবস্থায় ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারইদ্দিনের টুইট পোস্ট, “বিরাট কোহলি জানিয়েছেন যে তিনি ওডিআই সিরিজের জন্য উপলব্ধ নন এবং আসন্ন টেস্ট থেকে রোহিত শর্মাও অনুপলব্ধ। বিরতি নেওয়ায় কোন ক্ষতি নেই, তবে ডি টাইমিং আরও ভাল হতে হবে। এটি কেবল ফাটল সম্পর্কে জল্পনাকে প্রমাণ করে। কেউই অন্য ধরনের ক্রিকেট ছেড়ে দেবে না”।

একই ইস্যুতে ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কারের টুইট পোস্ট, “আপনার পোর্টফোলিওতে কোন স্টক আছে যা আপনি সবচেয়ে পছন্দ করেন? #stockmarkets #stockstowatch #stock”
গাভাস্কারের এই টুইট পোস্টের রিপ্লাইং’এ সুমন্ত মণ্ডলের পোস্ট,
“BCCI সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সবচেয়ে খারাপ নির্বাচকরা অধিনায়কত্বের ইস্যু পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। বিরাট আরও ভালো প্রাপ্য। আপনি সব ছেলেরা আমাদের সম্মান হারিয়েছেন। আপনারা সবাই ভারতীয় ক্রিকেটকে ধ্বংস করছেন। যেভাবে একজন আহত খেলোয়াড়কে ক্যাপ্টেন হিসেবে নির্বাচিত করা হয়েছে যিনি B4 প্রতিটি কঠিন সফরে আহত হতেন”।

সব মিলয়ে এই ইস্যুতে ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দীন এবং কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কারের টুইটে বিতর্কের আগুনে আরও বেশি করে ঘি ঢেলে দিয়েছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles