🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

World Cup: কীসের নিরিখে বিশ্বকাপে দেওয়া হয় গোল্ডেন ব্যুট, গোল্ডেন গ্লাভস এবং গোল্ডেন বল

By Entertainment Desk | Published: November 22, 2022, 12:40 pm

Golden Boot

FIFA বিশ্বকাপ (World Cup) চলছে। বিশ্বের তাবড় ফুটবল টিমগুলির লড়াইয়ে বিশ্বসেরা হবে একটি দেশ। কিন্তু বিশ্বকাপের ট্রফির পাশাপাশি আরও বেশ কয়েকটি পুরস্কার রয়েছে FIFA প্রদান করে। সেগুলি হল, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস। এই পুরস্কারগুলি সব-ই ব্যক্তিগত৷ জেনে নেওয়া যাক, এই তিন পুরস্কার কারা পান, কী যোগ্যতা, কীভাবে দেওয়া হয়৷ গোল্ডেন গ্লভস: বিশ্বকাপ […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন World Cup: কীসের নিরিখে বিশ্বকাপে দেওয়া হয় গোল্ডেন ব্যুট, গোল্ডেন গ্লাভস এবং গোল্ডেন বল

Ad Slot Below Image (728x90)

Golden Boot

FIFA বিশ্বকাপ (World Cup) চলছে। বিশ্বের তাবড় ফুটবল টিমগুলির লড়াইয়ে বিশ্বসেরা হবে একটি দেশ। কিন্তু বিশ্বকাপের ট্রফির পাশাপাশি আরও বেশ কয়েকটি পুরস্কার রয়েছে FIFA প্রদান করে। সেগুলি হল, গোল্ডেন বল, গোল্ডেন বুট ও গোল্ডেন গ্লাভস। এই পুরস্কারগুলি সব-ই ব্যক্তিগত৷ জেনে নেওয়া যাক, এই তিন পুরস্কার কারা পান, কী যোগ্যতা, কীভাবে দেওয়া হয়৷

গোল্ডেন গ্লভস:
বিশ্বকাপ টুর্নামেন্টে সেরা গোলকিপারকে দেওয়া হয় গোল্ডেন গ্লাভস পুরস্কার। সাবেক সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত গোলকিপার লেভ ইয়াসিনের সম্মানে ১৯৯৪ সালে গোল্ডেন গ্লভস পুরস্কারের সূচনা হয়৷ তখন ওই পুরস্কারকে লেব ইয়াসিন সম্মান বলা হত। ২০১০ সালে FIFA নাম বদলে করে গোল্ডেন গ্লাভস পুরস্কার। এই পুরস্কারের জন্য বিশ্বকাপের সেরা গোলকিপারকে নির্বাচন করে FIFA-র বিশেষ কমিটি।গোল্ডেন গ্লাভস জয়ীর তালিকা:
১৯৯৪: মিচেল প্রিউডহোম (বেলজিয়াম) ১৯৯৮: ফ্যাবিয়োঁ বার্থেজ (ফ্রান্স) ২০০২: অলিবার কান (জার্মানি) ২০০৬: বুফোঁ (ইটালি) ২০১০: ইকার কাসিলাস (স্পেন) ২০১৪: ম্যানুয়েল নুয়ের (জার্মানি) ২০১৮:থিবো কুর্তোয়া (বেলজিয়াম)

গোল্ডেন বুট:
FIFA বিশ্বকাপে গোল্ডেন বুট অ্যাওয়ার্ড দেওয়া শুরু হয় ১৯৮২ সালে। প্রথমে এর নাম ছিল গোল্ডেন শ্য, ২০১০ সালে তা বদলে হয় গোল্ডেন বুট৷ বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলদাতাকে গোল্ডেন বুট দেওয়া হয়৷ সর্বোচ্চ গোলদাতায় দ্বিতীয় স্থানে থাকা প্লেয়ারকে দেওয়া হয় সিলভার বুট। তৃতীয় স্থানে থাকা গোলদাতাকে দেওয়া হয় ব্রোঞ্জ বুট৷ কোনও দুই খেলোয়াড়ের সবচেয়ে বেশি গোল যদি হয়, তাহলে সেটা দেখা যাবে কোন প্লেয়ারের পেনাল্টির সাহায্যে কম গোল। যদি উভয়ের পেনাল্টি তৈরি করা গোলের সমান হয়, তাহলে যিনি গোল করতে সবচেয়ে বেশি সাহায্য করেছেন, তাঁকে দেওয়া হয়৷ যদি উভয়ের অ্যাসিস্ট পারফর্ম্যান্সও এক হয়, তা হলে সবচেয়ে কম সময় মাঠে থেকে বেশি গোল করেছেন, তাঁকে দেওয়া হয়৷

গোল্ডেন বুট জয়ীদের তালিকা:
১৯৮২- পাওলো রসি (ইতালি), ৬ গোল
১৯৮৬– গ্যারি লিনেকার (ইংল্যান্ড), ৬ গোল
১৯৯০– সালভাদোর সিলাচি (ইতালি), ৬ গোল
১৯৯৪– ওলেগ সালেনকো (রাশিয়া), হরিস্টো স্টোইচকোভ (বুলগেরিয়া), ৬ গোল যুগ্ম
১৯৯৮– ডাভর সুকের (ক্রোয়েশিয়া), ৬ গোল
২০০২– রোনাল্ডো (ব্রাজিল), ৮ গোল
২০০৬– ক্লোজে (জার্মানি), ৫ গোল
২০১০– থমাস মুলার (জার্মানি), ৬ গোল
২০১৪– জেমস রডরিগেজ (কলম্বিয়া), ৬ গোল
২০১৮– হ্যারি কেন (ইংল্যান্ড), ৬ গোল

গোল্ডেন বল:
FIFA বিশ্বকাপে সেরা প্লেয়ারকে দেওয়া হয় গোল্ডেন বল। ১৯৮২ সালে এই পুরস্কার প্রদান শুরু হয়। ফিফা-র বিশেষ কমিটি এই পুরস্কারের শর্টলিস্ট করেন। এরপর সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ভোট দিয়ে সেরা প্লেয়ার নির্বাচন করেন। তাঁকেই গোল্ডেন বল দেওয়া হয়। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা সেরা ফুটবলার পান সিলভার ও ব্রোঞ্জ বুট।
গোল্ডেন বল জয়ীর তালিকা:
১৯৮২– পাওলো রসি (ইতালি)
১৯৮৬– দিয়েগো মারাদোনা (আর্জেন্টিনা)
১৯৯০– সালভাদোর চিলাকি (ইতালি)
১৯৯৪– রোমারিও (ব্রাজিল)
১৯৯৮– রোনাল্ডো (ব্রাজিল) ২০০২– অলিবার কান (জার্মানি)
২০০৬– জিনেদান জিদান (ফ্রান্স)
২০১০– দিয়েগো ফোরলান (উরুগুয়ে)
২০১৪– লিওনেল মেসি (আর্জেন্টিনা)
২০১৮– লুকা মড্রিচ (ক্রোয়েশিয়া)
২০ নভেম্বর অর্থাৎ রবিবার শুরু হয়েছে FIFA বিশ্বকাপ ২০২২। চলবে
১৮ ডিসেম্বর পর্যন্ত৷ ওই দিনই ফাইনাল।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন World Cup: কীসের নিরিখে বিশ্বকাপে দেওয়া হয় গোল্ডেন ব্যুট, গোল্ডেন গ্লাভস এবং গোল্ডেন বল

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles