🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

এবার থেকে আপনার পছন্দের ভাষাতেই ব্যবহার করুন WhatsApp

By Sudipta Biswas | Published: January 4, 2022, 11:48 pm
From now on, use WhatsApp in the language of your choice
Ad Slot Below Image (728x90)

আমাদের কারোরই অজানা নয়, ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের (WhatsApp) বিশ্বব্যাপী জনপ্রিয়তার কথা। এই প্ল্যাটফর্মটির বিপুল সংখ্যক ইউজারবেস রয়েছে ভারতের মধ্যে। আর ভারতবর্ষ মানেই নানা রাজ্যে নানা ভাষা। শুধু তাই নয়, একই রাজ্যের মধ্যে বিভিন্ন জেলাতেও প্রত্যক্ষ করা যায় একাধিক ভাষাভাষী মানুষের উপস্থিতি। তাই এই দেশে প্ল্যাটফর্মটির ইউজারবেস আরও বিপুল হারে বাড়াতে এখন বেশ কয়েকটি আঞ্চলিক ভাষায় WhatsApp ব্যবহার করা যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। আঞ্চলিক ভাষাগুলির মধ্যে রয়েছে হিন্দি, তামিল, গুজরাতি, কন্নড়, বাংলা সহ আরও বেশ কিছু ভাষা।

আপাতত হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তনের দুটি উপায় রয়েছে – প্রথমটি হল পুরো স্মার্টফোনের ভাষা পরিবর্তন করে এবং দ্বিতীয়টি কেবলমাত্র হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করে। তাই বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনের ক্ষেত্রে কীভাবে হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করবেন তা নীচে উল্লেখ করা হল।

প্রথম পদ্ধতি: পুরো স্মার্টফোনের ভাষা পরিবর্তন করে :
হোয়াটসঅ্যাপ অটোমেটিক্যালি স্মার্টফোনের ডিফল্ট ভাষার যুক্ত থাকে। সুতরাং, আপনি যদি ফোনের ভাষা হিন্দি, বাংলা, তামিল বা অন্য কোনো ভাষায় পরিবর্তন করেন, তবে হোয়াটসঅ্যাপ সেই ভাষায় অটোমেটিক্যালি চলে আসবে।
Android ফোনের ক্ষেত্রে WhatsApp-এর ভাষা পরিবর্তনের পদ্ধতি
১. Settings ওপেন করুন→ System → Language & input → Languages
২. Add a language-এ ট্যাপ করে আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন।

iPhone-ফোনের ক্ষেত্রে WhatsApp-এর ভাষা পরিবর্তনের পদ্ধতি
১. iPhone Settings-এ যান →General → Language & Region → iPhone Language
২. পছন্দসই ভাষাটি চয়ন করুন এবং Change to (language)-এ ট্যাপ করুন।

KaiOS চালিত ফোনের ক্ষেত্রে WhatsApp-এর ভাষা পরিবর্তনের পদ্ধতি
১. Settings-এ যান→সাইডে স্ক্রোল করে Personalisation বেছে নিন → নীচে স্ক্রোল করুন এবং Language চয়ন করুন
২. আপনার পছন্দের ভাষা নির্বাচন করুন এবং Ok প্রেস করুন।

দ্বিতীয় পদ্ধতি: কেবলমাত্র হোয়াটসঅ্যাপের ভাষা পরিবর্তন করে
১. WhatsApp Settings ওপেন করুন।
২. Chats-এ ট্যাপ করুন→ App Language
৩. পছন্দসই ভাষা সিলেক্ট করুন।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles