🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

‘কন বনেগা ক্রোড়পতি’কে আলবিদা জানাচ্ছেন অমিতাভ? অবশেষে মুখ খুললেন বিগ বি

By Kolkata24x7 Desk | Published: March 17, 2025, 5:25 pm
ekolkata24-latest bengali news
Ad Slot Below Image (728x90)

মুম্বই: বয়সের ভারে ভেঙেছে শরীর৷ দিনভর শ্যুটিং-এর ধকল আর সইছে না৷ ঠিক মতো ডায়লগও নাকি মনে থাকছে না তাঁর৷ তাই নাকি দীর্ঘ ২৫ বছরের সম্পর্কে ইতি টেনে জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কন বনেদা ক্রোড়পতি’ থেকে বিদায় নিচ্ছেন বলিউডের ‘অ্যাঙ্গরি ইয়ং ম্যান’ অমিতাভ বচ্চন৷ তিনি নিজে মুখে কিছু না বললেও, এই নিয়ে শুরু হয় কানাঘুষো৷ বিস্তর জলঘোলার পর অবশেষে ‘কোন বনেগা ক্রোড়পতি’ থেকে তাঁর অব্যাহতি নিয়ে মুখ খুললেন খোদ বিগ বি৷ 

বলিপাড়ায় ফিসফাস, অমিতাভ বচ্চনের জায়গায় দেখা যেতে পারে তাঁরই পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন বা বলিউড বাদশা শাহরুখ খান৷ এরই মাঝে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ঘোষণা করলেন, তিনি আবারও ফিরছেন জনপ্রিয় টিভি শো “কৌন বানেগা ক্রোড়পতি”-র হোস্ট হিসেবে! এই খবরটি নিশ্চিত করেছে অভিনেতা৷ সেই সঙ্গেই যবনিকা পড়ল যাবতীয় গুঞ্জনে৷ শো-টির ১৬ তম সিজন সম্প্রচারিত হয়েছে, আর শেষ পর্বে অমিতাভ বচ্চন শো-এর প্রতি তার আবেগ এবং দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেষ পর্বে অমিতাভ বচ্চন এক আবেগপূর্ণ ভাষণে শো-এর যাত্রা নিয়ে কথা বলেন। তিনি বললেন, “প্রতিটি যুগের শেষে, সত্য হলো এই খেলা, এই মঞ্চ এবং আমি যে ভালোবাসা পেয়েছি, তা আমার যা ইচ্ছে ছিল তার থেকেও অনেক বড়। আর আমি অবিরাম তা পাচ্ছি। আমার একমাত্র আশা, এই ভালোবাসা যেন কখনো ফিকে না হয়।”

২৫ বছরের এই দীর্ঘ যাত্রার জন্য অমিতাভ তার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানান৷ তিনি বলেন, “আমরা প্রতি বছর ভাবি, এবারও কি সেই একই ভালোবাসা ও শ্রদ্ধা পাবো? কিন্তু আমরা তা সবসময়ই পাই, আর এটা আমাদের জন্য অনুপ্রেরণার উৎস।”

এদিকে, বিগ বি তার ভাষণে আরও বলেন, “যাবার আগে শুধু এটুকু বলতে চাই—যদি আমাদের ছোট্ট প্রচেষ্টায় কাউকে একটু হলেও সাহায্য করতে পারি, বা কাউকে একটু আশার আলো দিতে পারি, তাহলে এই ২৫ বছরের পথচলা সফল মনে করব। আপনাদের পাশে থেকে চলার এই ২৫ বছর আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত।”

অমিতাভ বচ্চন শেষে বলেন, “থামবেন না, মাথা নত করবেন না। আপনি যেখানে আছেন, যেভাবেই আছেন, আপনি মূল্যবান। আবার দেখা না হওয়া পর্যন্ত, আমি অমিতাভ বচ্চন, এই মঞ্চ এবং এই যুগ থেকে আপনাদেরকে… শুভ রাত্রি।”

এই আবেগপূর্ণ ভাষণের মাধ্যমে অমিতাভ বচ্চন তার দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করেছেন এবং শো-টি নিয়ে তার ভালোবাসা আরও একবার প্রমাণিত করেছেন।

 

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles