🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

সিপিআইএম সমর্থকদের ‘বাঁশপেটানিতে’ শাসক বিজেপির বাইক বাহিনী ছন্নছাড়া

By General Desk | Published: November 23, 2022, 3:09 pm

একেবারে রণমূর্তি (CPIM) সিপিআইএমের। অভিযোগ, শয়ে শয়ে দলীয় সমর্থক দলের ঝান্ডাকে ডান্ডা বানিয়ে শাসক বিজেপির উপর হামলা করেছেন। মিছিল বাধা দিতে এসে বিজেপির (BJP) বাইক বাহিনীর সদস্যরা মার খেয়েছে বলে জানা যাচ্ছে। বিরোধী দলের এমন মূর্তিতে রাজনৈতিক হাওয়া গরম। (Tripura Political Clash) বিধানসভা ভোটের আগে ফের রণমূর্তি দেখাল ত্রিপুরার (Tripura) প্রধান বিরোধী দল সিপিআইএম। শাসক […]

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন সিপিআইএম সমর্থকদের ‘বাঁশপেটানিতে’ শাসক বিজেপির বাইক বাহিনী ছন্নছাড়া

Ad Slot Below Image (728x90)

একেবারে রণমূর্তি (CPIM) সিপিআইএমের। অভিযোগ, শয়ে শয়ে দলীয় সমর্থক দলের ঝান্ডাকে ডান্ডা বানিয়ে শাসক বিজেপির উপর হামলা করেছেন। মিছিল বাধা দিতে এসে বিজেপির (BJP) বাইক বাহিনীর সদস্যরা মার খেয়েছে বলে জানা যাচ্ছে। বিরোধী দলের এমন মূর্তিতে রাজনৈতিক হাওয়া গরম। (Tripura Political Clash)

বিধানসভা ভোটের আগে ফের রণমূর্তি দেখাল ত্রিপুরার (Tripura) প্রধান বিরোধী দল সিপিআইএম। শাসক বিজেপির সমর্থকদের বাঁশপেটা করায় অভিযুক্ত সিপিআইএম। এ ঘটনা রাজ্যের খোয়াই জেলার। সেখানে প্রবল রাজনৈতিক সংঘর্ষ চলেছে।

এর আগেও রাজনৈতিক সংঘর্ষে খোয়াই সহ ত্রিপুরার সর্বত্র গরম হয়েছে। গত বিধানসভা ভোটের পর থেকে বারবার হামলায় অভিযুক্ত হয়েছে বিজেপি। এমনকি রাজধানী শহর আগরতলায় পরপর হামলা, সংবাদপত্র দফতর ভাঙচুর ও ব্যাপক রিগিংয়ে অভিযুক্ত ত্রিপুরার শাসকদল।

তবে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই মারমুখী হয়ে উঠছে বিরোধী দল সিপিআইএম। এদিনের ঘটনা তারই প্রমাণ। বিভিন্ন রাজনৈতিক সমাবেশ থেকে বিরোধী দলনেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বারবার দলীয় সমর্থকদের উত্তেজিত করছেন বলে শাসক বিজেপির অভিযোগ। একই অভিযোগ উঠেছে সিপিআইএমের রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধেও। তবে বিরোধী দলের দাবি, বিজেপির সন্ত্রাস রুখছেন জনগন।

সংবাদটি বিস্তারিত পড়তে ক্লিক করুন সিপিআইএম সমর্থকদের ‘বাঁশপেটানিতে’ শাসক বিজেপির বাইক বাহিনী ছন্নছাড়া

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles