Japan : জাপানের বহুতল ক্লিনিকে বিধ্বংসী আগুন, জীবন্ত দগ্ধ ২৭ জন

নিউজ ডেস্ক : সাতসকালে বড়সড় বিপত্তি জাপানে (Japan)। অফিস বিল্ডিংয়ে আগুনে পুড়ে মৃত্যু হল ২৭ জনের। ওসাকা (Osaka)শহরের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ায় ব্যাপক…

japan fire

নিউজ ডেস্ক : সাতসকালে বড়সড় বিপত্তি জাপানে (Japan)। অফিস বিল্ডিংয়ে আগুনে পুড়ে মৃত্যু হল ২৭ জনের। ওসাকা (Osaka)শহরের এই মর্মান্তিক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ৯ তলা বিল্ডিংয়ে ছড়িয়ে পড়া আগুন নেভাতে দমকল বাহিনীর অন্তত ৭০ টি ইঞ্জিন কাজ করছে। যে ২৮ জনকে বিল্ডিংয়ের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে, তাঁদের মধ্যে ২৭ জনের প্রাণ নেই। ১ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে। সংবাদসংস্থা এএফপি (AFP) সূত্রে এমনই খবর।

বিল্ডিংয়ের অধিকাংশ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। স্থানীয় সময় অনুযায়ী ঘড়িতে তখন ১০টা ১৮ মিনিট। ওসাকা শহরের কর্মব্যস্ত এলাকা কিতাশিনচি রেলস্টেশনের কাছে ৯ তলা একটি বহুতলে আগুনের লেলিহান শিখা দেখতে পান পথচলতি মানুষ। আগুনের উত্‍স ছিল বহুতলের ৫ তলা। এখানে কাউন্সেলিং এবং মানসিক সমস্যায় কাবু রোগীদের জন্য একটি ক্লিনিক (Clinic) রয়েছে। এই ক্লিনিকেই আগুন লাগে বলে জানা যায়।

এক প্রত্যক্ষদর্শীর দাবি, ঘন কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল চারপাশ। কিছু দেখা যাচ্ছিল না। এই বহুতলে একটি পোশাকের দোকান এবং ইংরাজি মাধ্যম স্কুলও রয়েছে। ওই স্কুলের জানলা থেকে এক মহিলাকে চিত্‍কার করে সাহায্য চাইতে দেখেন তিনি। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় ওসাকার দমকল বিভাগে। পর্যাপ্ত ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে এলাকাটি ঘিঞ্জি এবং অপ্রশস্ত হওয়ায় কাজ করতে সমস্যা হচ্ছিল। তবে দুপুর পর্যন্ত ৭০ টি ইঞ্জিনের চেষ্টায় ৩০ মিনিটেরও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।