🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Kolkata: রাজভবনের সামনে হঠাৎ মোদী-যোগীর কুশপুতুল দাহ, ধৃত ABPP নেতৃত্ব

By Sports Desk | Published: October 9, 2021, 7:35 pm
ABPP members protest against modi and yogi Adityanath
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: আচমকা কয়েকজন যুবক রাজভবনের সামনে প্রধানমন্ত্রী মোদী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও হরিয়ানার মু়খ্যমন্ত্রী মনোহরলাল খট্টারের কুশপুতুলে আগুন ধরিয়ে দিলেন। নিরাপত্তার কারণে তাদের আটক করেছে পুলিশ।

সন্ধে নাগাদ রাজভবনের সামনে এমন ঘটনায় নিরাপত্তারক্ষীরা হতচকিত হয়ে যান। কুশপুতুলে আগুন ধরানো যুবকরা উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেছেন। নিজেদের অখিল ভারতীয় পরিবার পার্টির সমর্থক বলে দাবি করেন তারা।
সংগঠনটির পশ্চিমবঙ্গ শাখার তরফে জানানো হয়েছে, দ্রুত লখিমপুর খেরির ঘটনায় দোষীদের গ্রেফতার করতে হবে। প্রধানমন্ত্রী ও কেন্দ্র সরকারের কৃষি নীতির সমালোচনা করেন দলটির নেতারা।

রাজভবনের সামনে দাউ দাউ করে কুশপুতুল জ্বলতে থাকায় নিরাপত্তারক্ষীরা দ্রুত বিক্ষোভকারীদের সরিয়ে দেন। আটক করা হয়৷ অখিল ভারকীয় পরিবার পার্টির জাতীয় সভাপতি রাজীব কুশওয়া ভারকীয় ও সম্পাদক কৃষ্ণেন্দু চ্যাটার্জি ভারতীয় সহ বাকিদের। দলটির তরফে জানানো হয়েছে, ২০১৯ সালে এবিপিপি নথিভুক্ত হয়। আগামী লোকসভা ভোটে তারা লড়াই করবে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles