🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Accident : ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে প্লেন ভেঙে পড়ল রেল লাইনে

By Suparna Parui | Published: January 10, 2022, 2:32 pm
Accident
Ad Slot Below Image (728x90)

বিস্ময়কর ঘটনা। ট্রেনের সঙ্গে ধাক্কা লাগল (Accident) প্লেনের। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাইলটকে।

ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ায় (California)। জানা গিয়েছে, রানওয়ে থেকে কিছুটা দূরেই ছিল রেললাইন। ট্রেন আসার কিছুক্ষণ আগে ওড়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন পাইলট। কিন্তু কোনো কারণে ঠিকঠাক হয়নি টেকঅফ। যার ফলে ওড়ার জন্য প্রয়োজনীয় উচ্চতায় উঠতে পারেনি ছোটো বিমানটি। রেললাইনের খুব কাছ দিয়ে যাচ্ছিল সেটি। ততক্ষণে ওই লাইনে দ্রুত চলে এসেছিল একটি ট্রেন।

স্থানীয় মিডিয়ার তথ্য অনুযায়ী, প্যাকোইমা নামের একটি এলাকা এই দুর্ঘটনার সাক্ষী থেকেছে। রেল লাইনের ওপর দিয়ে প্লেনটি উড়ে যাওয়ার সময় সজোরে ধাক্কা মারে ট্রেনটি। রেললাইনের ওপরেই ভেঙে পড়ে উড়োজাহাজ। সঙ্গে সঙ্গে ছুটে যায় পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। বিমানের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয় পাইলটের দেহ। তিনি গুরুতর আহত বলে জানা গিয়েছে।

রেললাইনের পাশে থাকা কেউ কেউ ভিডিও করেছেন এই ঘটনার৷ আবার অনেকেই রক্ষা পেয়েছেন বিমানের উড়ে আসা অংশ থেকে৷ পুলিশের পক্ষ থেকে চটজলদি সামাল দেওয়া হয় পরিস্থিতি৷ নিরাপদে রয়েছেন ট্রেনের সকল যাত্রী। সাময়িকভাবে ব্যহত হয়েছিল রেল পরিষেবা।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles