🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Afghanistan : মসজিদ কাঁপল নাশকতায়, কেমন সেই মুহূর্ত দেখুন

By Sports Desk | Published: October 8, 2021, 6:02 pm
blast in afghsn mosque
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: ফের আফগানিস্তানে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। শুক্রবার কুন্দুজ শহরে একটি মসজিদে বিস্ফোরণ হয়। এই ঘটনা নাশকতা। জানিয়েছে তালিবান জঙ্গি সরকার। অভিযোগ উঠতে শুরু করেছে প্রতিপক্ষ জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসানের বিরুদ্ধে।

শুক্রবার আফগানিস্তানের কুন্দুজ শহরের মসজিদে ধর্মীয় জমায়েত ছিল নিয়মমাফিক। তখনই ঘটানো হয় বিস্ফোরণ। মৃতের সংখ্যা বাড়ছে।

blast in afghsn mosqueবিস্ফোরণের মুহুর্ত কেমন ছিল তা দেখা যাচ্ছে। বিরাট মসজিদের পুরোটা কালো ধোঁয়ায় ঘেরা। দলে দলে সবাই বেরিয়ে আসছে।

blast in afghsn mosque

আরেকটি ছবিতে স্পষ্ট, ঘটনাস্থল। পুরো মসজিদের ভিতর লন্ডভন্ড পরিস্থিতি। সেখানে কয়েকজনের দেহ পড়ে রয়েছে।

blast in afghsn mosque

আফগানিস্তানে দ্বিতীয়বার সরকার গঠন করার পর তালিবান জঙ্গিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী ইসলামিক স্টেট খোরাসানের সংঘর্ষ চলছে। সম্প্রতি রাজধানী কাবুলে মসজিদে বিস্ফোরণ ঘটানো হয়। এরপর তালিবান হামলা চালায় আইএস ঘাঁটিতে। বেশ কিছু আইএস জঙ্গি মারা যায়। তালিবান বনাম আইএস দুই জঙ্গি সংগঠনের মধ্যে সংঘর্ষের কেন্দ্র আফগানিস্তান।

blast in afghsn mosqueকুন্দুজের বিস্ফোরণের ঘটনায় তালিবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছে, বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles