🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

বিজয়ার পরেই বঙ্গ বিজেপিতে ‘বিচ্ছেদ সুর’ চড়া হচ্ছে

By Political Desk | Published: September 18, 2021, 9:29 pm
After durga puja Bjp bengal will face masive blow
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: এর পর কে? ভোটের আগে টিএমসি (TMC) মহলে যখন পলাতক ভাইরাস তাড়া করছিল, রোজই প্রশ্ন ছিল এবার কে? ফল বের হতেই ছবি বদলে গিয়েছে। যদিও রাজ্যে প্রথমবার বিরোধী দল হয়েছে বিজেপি (BJP)। তবে স্বস্তি নেই একেবারে ভাগীরথীর ভাঙন ধরেছে।

পরপর বিরোধী শিবির ত্যাগ করে টিএমসি শিবিরে যেতে মরিয়া একগুচ্ছ নেতা, সাংসদ, বিধায়ক। সূত্রের খবর, বঙ্গ বিজেপি বহু চেষ্টা করে তাঁদের আটকাতেই পারেননি। এরা তৃণমূল কংগ্রেসে ফিরে যাবেন তা ধরেই নিয়েছে মুরলীধর সেন লেনের ক্রাইসিস ম্যানেজাররা।

এই  সংক্রান্ত আরও খবর: ‘আমি দিদির সেবক’ মন্ত্রে পুজোর পরেই লাগাতার বিসর্জনের সানাই শুনবে BJP

সবথেকে চিন্তার বিজেপির বহু নেতা, সাংসদ, বিধায়ক নীরব। সংগঠন নিচু তলায় হুড়মুড়িয়ে ভেঙে গেছে বলেই জানতে পারছে রাজ্য নেতৃত্ব। এই তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে বিজেপিতে যোগ দেওয়া টলিপাড়ার শিল্পীরা যেমন আছে তেমনই আছে রূপোলি দুনিয়া থেকে রাজনীতিতে জমি পাওয়া নেত্রীরা। সূত্রের খবর, বিজেপির তাবড় দুই নেত্রীর নামে তৃণমূল সবুজ সংকেত দিয়েছে। এই তালিকায় রয়েছেন একগুচ্ছ বিধায়ক।

এই  সংক্রান্ত আরও খবর:বাবুল TMC হতেই ‘বিজেমূল’ তত্ত্বে বাম নেতাদের দুষছেন সমর্থকরা

সূত্রের খবর, আসন্ন শারোদতসবের পর বিজয়া পালন করেই বিচ্ছেদ টানতে চলেছেন বিজেপি সাংসদ বিধায়করা। তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা বীরভূম জেলার দলীয় সভাপতি অনুব্রত মন্ডল (কেষ্ট) জানিয়েছেন, ভয়ঙ্কর খেলা হবে। মমতা ব্যানার্জি ভয়ঙ্কর খেলা খেলবেন।

ভবানীপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয় নিশ্চিত ধরে নিয়েছে। সদ্য তৃণমূলে আসা বাবুল সুপ্রিয়কে দিয়েই ভবানীপুরে প্রচার চালাবে টিএমসি। তাঁর পিছু আরও অনেকে লাইন দিয়েছেন, বিজেপি মহলেই খেদোক্তি প্রবল। সেই সঙ্গে কটাক্ষ, যেভাবে ভাঙাচ্ছিল তার উল্টোটা এখন হচ্ছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles