🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Jhargram: রাতভর লুকিয়ে ভয় ছড়িয়ে ফের ঘরমুখো চিতা মামা

By Sports Desk | Published: October 8, 2021, 2:30 pm
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: রাতটা ভয়ে ভয়ে কেটেছে ঝাড়গ্রামবাসীর। এই বুঝি চিতা এসে ঘাড়ের উপর লাফ মারল। সতর্কবার্তা ছড়িয়ে সবাইকে সাবধান করা হয়। বৃহস্পতিবার ভয়ের রাত কাটিয়ে শুক্রবার বেলা গড়াতে স্বস্তি ঘরমুখো হয়েছে চিতা মামা।

যে চিতা ঝাড়গ্রাম মিনি জু থেকে পালিয়েছিল সেটি ফের চিড়িয়াখানার ভিতরেই ঢুকেছে। অথচ রাতে তার টিকি দেখা যায়নি। পালিয়ে যাওয়ার প্রায় ১৭ ঘন্টা পরে তাকে দেখা গেল।

ঝাড়গ্রাম মিনি জু চত্বরের বাঘের এনক্লোজার থেকে বেরিয়ে সেই চিতা চিড়িয়াখানার ভেতরে ঘুরছে। চিড়িয়াখানায় পৌঁছে তাকে দেখেন বনদফতর কর্মীরা

বৃহস্পতিবার যখন সতর্কবার্তা দেওয়া হয়, তখন ঝাড়গ্রাম শহরের রাস্তায় ভিড়। সকলেই ব্যাস্ত উৎসবের কেনা কাটি করতে। এই সময় চিতা পালিয়ে যাওয়ার সতর্কতায় আতঙ্কিত হন সবাই। চিতার খাঁচায় ক্যামেরা থাকলেও তাতে ধরা পড়েনি কিছুই।

ঝাড়গ্রামের জঙ্গল এলাকা দিয়ে চিতা চলে যেতে পারে এমন আশঙ্কা তৈরি হয়। চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ডিয়ার পার্ক সংলগ্ন এলাকার দোকান এবং গ্রামেও আতঙ্ক ছড়ায়। চিড়িয়াখানা থেকে মাত্র অল্প দূরে জেলা বন দফতর অফিস। সেখান থেকে শুরু হয়েছিল অনুসন্ধান।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles