🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

বাংলার স্বার্থে আবারও একবার পথে নামল বাংলা পক্ষ 

By Suparna Parui | Published: December 26, 2021, 6:25 pm
Ad Slot Below Image (728x90)

News Desk: বাংলায় যথেষ্ট কাজ আছে কিন্তু বাংলার ভূমিপুত্রদের কাজ নেই। অবাক হলেও, সমস্ত পরিসংখ্যান এই কথাটাই বলে। নিজ রাজ্যের ভূমিপুত্রদের স্বার্থ সুরক্ষিত করতে কাগজে-কলমে ভূমিপুত্র সংরক্ষণের পথে হাঁটছে ভারতের একাধিক রাজ্য। কর্ণাটক, গোয়া,মধ্যপ্রদেশ,হরিয়ানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানার মতো রাজ্যে কোথাও ভূমিপুত্র সংরক্ষণ আইন পাশ হয়েছে, আবার কোথাও এই আইন পাশের ঘোষণা করা হয়েছে। এইবার বাংলার ভূমিপুত্র আইন সংরক্ষণ পাশের জন্য পথে নামল বাংলা পক্ষের উত্তর ২৪ পরগনা শিল্পাঞ্চল শাখা। শুধুমাত্র ভূমিপুত্র সংরক্ষণ আইন পাশের দাবিতে নয় বরং বাংলা ভাগের বিরুদ্ধে তুলতে এই পথসভার আয়োজন বাংলা পক্ষের।

অন্যদিকে, বিজেপি সাংসদ জন বার্লা, সৌমিত্র খাঁ, রাজু বিস্তা ও ও বিজেপি বিধায়ক গঙ্গাপ্রসাদ শর্মার মতো একাধিক নেতা বারংবার বাংলা ভাগের পক্ষে সওয়াল করেছেন এবং ক্রমাগত উস্কানি দিয়ে চলেছেন। বাংলা ভাগের ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে একই সাথে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলা পক্ষ।

বাংলাতেও অবিলম্বে ভূমিপুত্র সংরক্ষণ আইন পাশের দাবিতে এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে বাঙ্গালিদের একত্রিত করতে এবং প্রতিবাদ জানাতে আজ ২৬ শে ডিসেম্বর বাংলা পক্ষ উত্তর ২৪ পরগনা শিল্পাঞ্চল শাখার উদ্যোগে বেলা ২:৩০ তে সোদপুর স্টেশনের ১ নং প্ল্যাটফর্মের দিকে সংহতি ক্লাবের সামনে থেকে শুরু করে, আগরপাড়া, ঘোষপাড়া মোড় পর্যন্ত একটি মিছিল এবং মিছিলের শেষে এক পথসভার আয়োজন করা হয়েছিল।

এই সভায় উপস্থিত ছিলেন বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষর শীর্ষ পরিষদের অন্যতম সদস্য ডঃ অরিন্দম বিশ্বাস, কালাচাঁদ চট্টোপাধ্যায়, মনন মন্ডল সহ বিভিন্ন জেলা সংগঠনের সম্পাদক ও সদস্যরা।

বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, “বাংলার সব চাকরিতে বাঙালী সহ ভূমিপুত্রদের অগ্রাধিকার আছে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় বাংলার কাজে ভূমিপুত্র সংরক্ষণের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শুধু মুখের কথায় কাজ হবে না, বাংলা পক্ষ ভূমিপুত্র সংরক্ষণ আইন পাশ না হওয়া পর্যন্ত লড়াই থামাবে না।” তিনি আরো বলেন, ” অন্যান্য রাজ্যের মত বাংলার সব সরকারি চাকরিতে অবিলম্বে বাংলা ভাষার লিখিত পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে।”

বাংলা পক্ষর শীর্ষ পরিষদের অন্যতম সদস্য মনন মন্ডল বলেন, “বাংলা ভাগের সমস্ত চক্রান্তের বিরুদ্ধে বাঙালীকে একজোট করে এই চক্রান্ত ব্যর্থ করবে বাংলা পক্ষ।”

 বাংলা পক্ষ শিল্পাঞ্চলের সম্পাদক ইমতিয়াজ আহমেদ বলেন,” উত্তর ২৪ পরগণা শিল্পাঞ্চলের কারখানাগুলোতে ভূমিপুত্র কে কাজে নেওয়া হয় না, বাইরের রাজ্য থেকে কর্মী নিয়ে আসা হয়। তাই ভূমিপুত্র সংরক্ষণ আইন চালু না হওয়া পর্যন্ত বাংলা পক্ষ উত্তর ২৪ পরগণা শিল্পাঞ্চল লড়াই চালিয়ে যাবে। আগামিতে আরো বড় কর্মসূচির পরিকল্পনা আছে।”

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles