🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Omicron: ‘ওমিক্রনের’ চিকিৎসা করুন ঘরে বসেই , জানাচ্ছেন এইমসের চিকিত্‍সক

By Suparna Parui | Published: January 10, 2022, 12:42 pm
Ad Slot Below Image (728x90)

লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। তারই মধ্যে চোখ রাঙাতে শুরু করেছে করোনার নয়া স্ট্রেন ‘ওমিক্রন’। এইমসের চিকিত্‍সকরা জানাচ্ছেন, এই ভাইরাসের উপসর্গগুলি মারাত্মকভাবে ছড়িয়ে পড়লেও প্রথম ও দ্বিতীয় তরঙ্গের মতো মারাত্মক ক্ষতিকর নয়। ফলে ওমিক্রনের আক্রান্ত হলে বাড়িতেই নিজের যত্ন নিয়ে সুস্থ হয়ে ওঠা সম্ভব।

মৃদু ওমিক্রনে আক্রান্ত হলে বাড়িতে কীভাবে চিকিত্‍সা করাবেন

– ডাক্তারের পরামর্শ অনুযায়ী সবসময় কাজ করুন। চেষ্টা করুন প্রতিমুহূর্তে চিকিত্‍সকের সঙ্গে যোগাযোগ রাখার ।

– স্বাস্থ্যের উন্নতি ও অবনতি, যাই হোক না কেন চিকিৎসকের সঙ্গে খোলাখুলি আলোচনা করুন।
শারীরিক অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে কথা বলুন ও হাসপাতালে যান।

– করোনা ছাড়াও অন্যান্য রোগের ওষুধ খাবেন কিনা সে ব্যাপারে ডাক্তারের পরামর্শ নিন।

কখন হাসপাতালে যাবেন

– প্রচন্ড শ্বাসকষ্ট অনুভব হলে

– স্বাভাবিকের তুলনায় অক্সিজেনের লেবেল নীচে নেমে গেলে অর্থাত্‍ ৯৪ এর কম হলে

– বুকে ক্রমাগত ব্যাথা ও অস্বস্তিবোধ করলে

– মাথা ঠিক করে কাজ না করলে অবশ্যই বাড়ির লোকদের বা ডাক্তারের সঙ্গে কথা বলুন। তিন থেকে চারদিন পরও যদি উপসর্গগুলি বৃদ্ধি পায়, তাহলে অবশ্যই হাসপাতালে ভরতি হওয়া প্রয়োজন।

বাড়িতে ওমিক্রনের চিকিত্‍সা কীভাবে করবেন

ড. নীরজ নিশ্চলের কথায়, ওমিক্রনে আক্রান্ত বেশিরভাগ রোগী সাধারণ চিকিত্‍সাতেই সেরে উঠতে পারবেন। তা বাড়িতেই সম্ভব।

– যদি জ্বরের উপসর্গ দেখা যায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে, তাহলে খেয়ে নিতে পারেন প্যারাসিচামল ৬৫০ মিলিগ্রাম ট্যাবলেট ।

– বেশ কিছুদিন ধরে যদি জ্বর থাকে, তাহলে নন-স্টেরয়েড ড্রাগ নেপ্রোজ্সেন ২৫০ মিলিগ্রাম খেতে পারেন। তবে তার আগে চিকিত্‍সকের পরামর্শ নিন।

– ঠান্ডা লাগার উপসর্গ দেখা দিলে রোগী সাট্রিজিন ১০ মিলিগ্রাম বা লেভোসেট্রিজিন খেতে পারেন। তবে কী খাবেন তা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন।

– কাশি হলে কাফ সিরাপ খেতে পারেন। তবে কতমাত্রার কী সিরাপ খাবেন, তা আপনার ডাক্তারের সঙ্গে আলোচনা করে খেতে পারেন।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles