🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

আয় বহির্ভুত সম্পত্তি থাকার অভিযোগে গ্রেফতার রাজ্য পুলিশের বহিস্কৃত ডিআইজি

By Sports Desk | Published: October 5, 2021, 7:57 pm
DIG Rounak Ali Hazarika
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক, গুয়াহাটি: আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি, ‘বিভিন্ন উপায়ে’ রোজগারের অভিযোগে গ্রেফতার করা হলো অসম পুলিশের ডিআইজি রৌনক আলি হাজারিকাকে। তাঁর সরকারি আবাসনে তল্লাশি চালায় মুখ্যমন্ত্রীর বিশেষ ভিজিল্যান্স দল। তাঁকে আগেই সাসপেন্ড করা হয়েছে অন্য একটি অভিযোগে।

ধৃত পুলিশ কর্তা রৌনক আলি হাজারিকার বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি বিভাগীয় অনুমতি না নিয়েই বিভিন্ন সময়ে বিদেশ গিয়েছেন। এই ব্যয়বহুল যাত্রা তিনি কী করে করলেন তারও তদন্ত চলছে।

তদন্তে উঠে এসেছে, রৌনক আলি যখন ডিআইজি (বর্ডার) পদে ছিলেন, তখনই তিনি বারবার বিদেশ গিয়েছেন অনুমতি না নিয়ে।

সাসপেন্ড হওয়া পুলিশ কর্তা রৌনক আলি হাজারিকার রোজগারেও বিস্তর অসঙ্গতি ধরা পডেছে বলে তদন্তে উঠে এসেছে। গুয়াহাটির হেংরাবাড়ি এলাকা ওই পুলিশ কর্তার বাড়িতে তাল্লাশি অভিযান চালায় মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স দল। এর নেতৃত্বে ছিলেন এস পি আর কলিতা। যদিও ভিজিল্যান্স দলের তরফে বাজেয়াপ্ত করা সম্পত্তির পূর্ণ বিবরণ দেওয়া হয়নি।

এদিকে রৌনক আলি হাজারিকার গ্রেফতারির ঘটনায় লাগছে রাজনৈতিক রং। কারণ তিনি রাজ্যে কংগ্রেস সরকারের আমলে পদন্নোতি পেয়েছিলেন। অসমে এখন বিজেপি জোট সরকার।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles