🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Assam: ভেজা শরীর দেখে শিহরিত হয় ভক্তরা, ফের গ্রেফতার রাজকন্যা

By Sports Desk | Published: October 6, 2021, 7:57 pm
Model Rajkanya Baruah re arrested from hospital 
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: অসুস্থতার ছক করেও পার পেলেন না অসম সহ উত্তর পূর্বের অন্যতম মডেল রাজকন্যা বড়ুয়া (Rajkanya Baruah)। ৯ শ্রমিককে গাড়ির ধাক্কা দিয়েছেন। তাদের একজনের দুটি পা অকেজো হয়েছে। এমনই বিতর্কিত মামলার তদন্তে ফের গ্রেফতার জনপ্রিয় মডেল রাজকন্যা।

এবার তাঁকে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ কেবিন থেকে গ্রেফতার করা হলো।সরেজমিনে তদন্তে উঠে এসেছে রাজকন্যা বড়ুয়া আদৌ অসুস্থ নন। আইসিইউ তে থাকার কোনও দরকার নেই তাঁর। পুর্ত বিভাগের শ্রমিকদের গাড়ির ধাক্কা দেওয়ার মামলায় ফের তিনি পুলিশি হেফাজতে।

গত ১ অক্টোবর মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গুয়াহাটির রুক্মিনী গাঁও এলাকায় পুর্ত বিভাগের ৯ শ্রমিকের ভ্যানে ধাক্কা মারেন রাজকন্যা বড়ুয়া। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। তদন্তে প্রমাণ হয় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। তবে পরেরদিনই জামিন পান এই মডেল।

কী করে এত দ্রুত জামিন পেতে পারেন রাজকন্যা বড়ুয়া? এই সমালোচনায় জর্জরিত হয় বিজেপি শাসিত রাজ্য অসমের পুলিশ। বিতর্কের মাঝে নড়েচড়ে বসে সরকার। তদন্তে উঠে আসে, ট্রাফিক আইন ভেঙে গাড়ি চালিয়ে বড়সড় দুর্ঘটনা ঘটানো রাজকন্যা বড়ুয়ার কেস নরম করা হয়েছিল। এই কারণেই তিনি একদিনের মধ্যে জামিন পেয়েছিলেন।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দ্রুত বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এতে প্রমাণ হয়েছে, দুই সাব ইন্সপেক্টর সাবির আলি ও অাভারানি গগৈ জামিন পেতে সাহায্য করেছেন। তাদের দায়িত্ব থেকে সাময়িক সরিয়ে দেওয়া হয়েছে।
এর পরেই নিজেকে অসুস্থ দাবি করে মডেল রাজকন্যা বড়ুয়া সরাসরি একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ কেবিনে চলে যান। বিতর্ক আরও বাড়ে। পুলিশের বিশেষ প্রতিনিধি দল সরেজমিনে সব খতিয়ে দেখে। চিকিৎসকরা জানান, রাজকন্যা বড়ুয়া আইসিইউ রোগী নন। রিপোর্ট পেয়ে পুলিশ দেরি করেনি। মডেল রাজকন্যাকে ফের গ্রেফতার করেছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles