🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Maharashtra: মাও নেতা কিষাণ দা গ্রেফতারের পরেই ২৬ ক্যাডারকে খতম

By Kolkata24x7 Desk | Published: November 13, 2021, 8:40 pm
26 maoists killed in encounter in Maharashtra
Ad Slot Below Image (728x90)

News Desk: দেশের অন্যতম মাওবাদী নেতা কিষাণ দা (প্রশান্ত বসু) গ্রেফতার হয়েছেন ঝাড়খণ্ড থেকে। শুক্রবার এটি ছিল মাওবাদীদের কাছে বিরাট ধাক্কা। শনিবার আরও ভয়াবহ আঘাতে ছিন্নভিন্ন বারবার নাশকতা ঘটানোয় জড়িত সিপিআই (মাওবাদী)। সংগঠনটির শক্তিশালী ঘাঁটি মহারাষ্ট্রের (Maharashtra) গড়চিরৌলিতে পুলিশি অভিযানে খতম অন্তত ২৬ জন ক্যাডার। এমনই দাবি করেছে পুলিশ।

এই গড়চিরৌলিতে বারবার কোবরা ফোর্স ও পুলিশের সঙ্গে সরাসরি সংঘর্ষ যেমন হয়েছে মাওবাদীদের। তেমনই বারবার রক্তাক্ত হামলার শিকার হয়েছেন জওয়ানরা। কখনও মাওবাদীদের ডেরা ভেঙেছে কোবরা ফোর্স। শনিবার তেমনই অভিযান হয় গড়চিরৌলিতে।

এসপি অঙ্কিত গয়াল জানিয়েছেন, শনিবার সকালে কোরচির মারদিনতলা জঙ্গল এলাকায় অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশের সি-৬০ কম্যান্ডো। চলে গুলির লড়াই। খতম ২৬ জন মাওবাদী। প্রত্যেকের দেহ উদ্ধার হয়েছে।

মাওবাদীদের গুলিতে চার জন পুলিশ অফিসার গুরুতর জখম। তাদের চিকিৎসার জন্য হেলিকপ্টারের মাধ্যমে নাগপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গড়চিরৌলিতে রবিবারও অভিযান চলবে। আশঙ্কা এর পরেই হামলার বদলা নিতে নাশকতা ঘটাতে পারে মাওবাদীরা।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles