🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

US: টর্নেডো ছোবলে তছনছ মার্কিন মুলুকের কেন্টাকি, বহু মৃত্যু

By Kolkata24x7 Desk | Published: December 11, 2021, 6:32 pm
Kentucky as tornadoe
Ad Slot Below Image (728x90)

News Desk: টর্নেডো হামনায় তছনছ মার্কিন মুলুকের ৫টি প্রদেশ। ভীষণরকম ক্ষতিগ্রস্থ কেন্টাকি প্রদেশ। প্রাথমিকভাবে ৫০ জনের মৃত্যুর খবর দিচ্ছে ফক্স নিউজ। তবে নিহতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা।

কেন্টাকি প্রদেশের গভর্নর বলেছেন, এমন ভয়াবহ টর্নেডো আগে এই প্রদেশে হয়নি। ফক্স নিউজ জানাচ্ছে, টর্নেডো হামলায় আরকানসাস, ইলিনয় প্রদেশেও বড়সড় ক্ষতি হয়েছে।

বিবিসি জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলের অন্তত পাঁচটি অঙ্গরাজ্যে বেশ কয়েকটি টর্নেডো আঘাত হানে। কেন্টাকির টর্নেডো ছিল সবথেকে ভয়াবহ। শক্তিশালী এ টর্নেডোর আঘাতে লন্ডভন্ড বিভিন্ন প্রদেশ। কেন্টারিতে হয়েছে শত শত বাড়ি, ঘর ভেঙেছে।অন্তত ৫৬ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন। ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেশিয়ার বলেন,এটি সম্ভবত আমাদের প্রদেশের ইতিহাসে সবচেয়ে মারাত্মক টর্নেডো হতে পারে। আমাদের বিশ্বাস, কেন্টাকিতে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়িয়ে যাবে এবং সম্ভবত তা ৭০ থেকে ১০০ হবে।’ উদ্ধারের জন্য ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles