🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

রায়গঞ্জে শুটআউট: পরপর গুলির শব্দ, ঘরে পড়ে মহিলার দেহ

By Sports Desk | Published: September 27, 2021, 11:24 pm
Raiganj, Uttar dinajpur, Murder
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: গুলির শব্দ শুনে চমকে গেলেন প্রতিবেশীরা। সঙ্গে আর্তনাদ। ভয়ে আতঙ্কে সোমবার রাতে কেঁপে গেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের দেবীনগরের সুকান্ত মোড়ের বাসিন্দারা।

যে বাড়ি থেকে গুলির শব্দ ও চিতকার এসেছে, সেখানে কোনরকমে কয়েকজন গিয়ে দেখলেন রক্তাক্ত পরিস্থিতি। গুলিবিদ্ধ মহিলার দেহ পড়ে। আরও তিনজন গুলিতে জখম। এসবই ঘটেছে সুকান্ত মোড় এলাকার বাসিন্দা পুলিশ কর্মী সুজয় কৃষ্ণ মজুমদারের বাড়িতে।

গুলি লেগে মারা গেছেন দেবী সান্যাল। জখম হয়েছেন সুজয় কৃষ্ণ মজুমদার ও রূপা অধিকারী। পুলিশ কর্মীর বাড়িতেই গুলি চলেছে পরপর। অন্তত সাত রাউন্ড গুলি চলে। অভিযোগ, বাড়ি ভাড়া সংক্রান্ত বিষয়ে বচসার কারণে দুষ্কৃতি দিয়ে হামলা চালানো হয়। গুলিবিদ্ধ রূপা অধিকারী ও সুজয় কৃষ্ণ মজুমদার গুরুতর জখম। রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ কর্মী সুজয় কৃষ্ণ মজুমদারের বাড়িতে দুই মহিলা ভাড়া থাকতেন। পরে তারা অন্যত্র ভাড়া নিয়ে চলে যান। অভিযোগ, সোমবার তারা সুজয়বাবুর বাড়িতে এসে বচসা শুরু করেন। তাদের সঙ্গে আসা এক ব্যক্তি আচমকা গুলি চালায়। সুজয় বাবুকে বাঁচাতে এসে তাঁর দুই বোন গুলিবিদ্ধ হন। তাদের রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় রায়গঞ্জ থানার পুলিশ এর বিশাল বাহিনী।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles