🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

দুর্গাপূজা পালনে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে তিন কোটি অনুদান শেখ হাসিনার

By Sports Desk | Published: September 21, 2021, 8:31 pm
sheikh hasina
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: তিথিক্ষণ মেনে চলতি বছরেও দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বাংলাদেশে। চলছে তারই প্রস্তুতি। তবে করোনা সংক্রমণ এখনও নির্মূল না হওয়ায় জারি থাকবে বিধি নিষেধ। শারোদতসবের জন্য আর্থিক অনুদান বরাদ্দ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানাচ্ছে, দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে তিন কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুদানের চেক হস্তান্তর করা হয়। জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব এম এম ইমরুল কায়েস।

তিনি আরও জানান, হিন্দু কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস । নব্বই শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে সাড়ম্বরে পালিত হয় শারোদতসব সহ হিন্দুদের বিভিন্ন উৎসব। হিন্দুরা এ দেশের সংখ্যালঘুদের মধ্যে বৃহত্তম। এছাড়াও অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসব যথাযথ নিয়মে পালিত হয়।

বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বজায় রাখবে আওয়ামী লীগের সরকার। এমনই জানিয়েছেন সংগঠনটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি বছরেও বাংলাদেশের সব পূজামণ্ডপে থাকছে কড়া নিরাপত্তা। দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সহ সর্বত্র চলছে দেবী বরণের প্রস্তুতি।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles