Bankura: মারের ভয়ে পালালেন বিজেপি সাসংদ সৌমিত্র, প্রাক্তন স্ত্রী সুজাতা তৃণমূল প্রার্থী
Bankura: এলেই মার দেব এমন হুঙ্কার শুনে গাড়ি ঘুরিয়ে পালালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। পঞ্চায়েত ভোটে প্রার্থীদের মনোনয়ন করাতে গিয়ে সৌমিত্র যখন তৃ়ণমূলী বাধার অভিযোগ করছেন তখন তাঁর প্রাক্তন স্ত্রী জেলা পরিষদে টিএমসির প্রার্থী হলেন।…
Ad Slot Below Image (728x90)
Bankura: এলেই মার দেব এমন হুঙ্কার শুনে গাড়ি ঘুরিয়ে পালালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খান। পঞ্চায়েত ভোটে প্রার্থীদের মনোনয়ন করাতে গিয়ে সৌমিত্র যখন তৃ়ণমূলী বাধার অভিযোগ করছেন তখন তাঁর প্রাক্তন স্ত্রী জেলা পরিষদে টিএমসির প্রার্থী হলেন।
[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

