🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Bengal municipal elections : রাজ্যের ১১১ টি পুরসভার ভোট কবে? চূড়ান্ত রায় আসছে

By Kolkata24x7 Desk | Published: December 14, 2021, 10:03 pm
election
Ad Slot Below Image (728x90)

News Desk: রাজ্য জুড়ে স্থগিত থাকা মেয়াদ উর্ত্তীর্ণ শতাধিক পুরসভার নির্বাচন (Bengal municipal elections) করানো নিয়ে বারবার শাসক তৃণমূল কংগ্রেস প্রশ্নের মুখে। প্রধান বিরোধী দল বিজেপির তরফে বারবার কটাক্ষের মুখে পড়ছেন মুখ্যমন্ত্রী।

বিধানসভায় স্থান না পেলেও বামফ্রন্ট ও কংগ্রেসের তরফেও সরকারের সমালোচনা চলছে। এই পরিস্থিতিতে কলকাতা পুরনিগম ভোটের আগেই ১১১টি পুরসভা ভোট সংক্রান্ত জনস্বার্থ মামলার রায় বুধবার। রায় দেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

গত শুক্রবার মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সোমবার মামলার চূড়ান্ত রায় দেওয়ার কথা থাকলেও সে দিন এবং আজ মঙ্গলবার রায় ঘোষণা হয়নি।

শুনানির শেষ দিনে বিজেরির পক্ষে আইনজীবী পিংকি আনন্দ রাজ্যে ৬ থেকে ৮ দফায় নির্বাচন হবে বলে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা পরিপ্রেক্ষিতে জানিয়েছিলেন, ১১১টি পুরসভার ভোট গ্রহণের নির্দিষ্ট তারিখ হলফনামায় উল্লেখ ছিল না।

রাজ্যের এডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চে জানিয়েছিলেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক আইসিএসসি এবং সিবিএসসি পরীক্ষার সূচি প্রকাশিত না হওয়ায় তারা চেয়েছেন এপ্রিলের মধ্যেই ভোট সম্পন্ন করতে।

সব পক্ষের বক্তব্য শোনার পর মামলার রায় স্থগিত রেখেছিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আইনজীবী মহল মনে করছে, বুধবারের রায়ে স্পষ্ট হবে ১১১টি টি পুরসভা ভোটের দিনক্ষণ এবং তার গণনার তারিখ।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles