🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

পঞ্চায়েত ভোটে লড়ে তাক লাগিয়ে দিলেন বিজেপি নেতা ডি কার্তিক

By Political Desk | Published: October 13, 2021, 11:45 am
BJP leader D Karthik
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক, নয়াদিল্লি: তামিলনাড়ুর কোয়েম্বাটুর জেলার কুরুদম্পালয় পঞ্চায়েতের ৯ নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হয়েছিলেন ডি কার্তিক। নির্বাচনী ফলাফল ঘোষণার পর সকলকে চমকে দিয়েছেন কার্তিক। কোয়েম্বাটুর জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি কার্তিক পঞ্চায়েত নির্বাচনে ভোট পেয়েছেন মাত্র একটি। যদিও তাঁর পরিবারের পাঁচ সদস্যও এই নির্বাচনে ভোট দিয়েছেন। এই ঘটনায় প্রমাণ হল যে, কার্তিকের পরিবারের সদস্যরা কেউই তাঁকে ভোট দেয়নি।

কার্তিকের এক ভোট পাওয়ার খবর সামনে আসতেই টুইটারে রীতিমত ট্রোল হয়েছেন তিনি। টুইটারে ইতিমধ্যেই একটি হ্যাশট্যাগ ভাইরাল হয়েছে। যেখানে লেখা হয়েছে ‘সিঙ্গল ভোট ফর বিজেপি’। নির্বাচনী ফলাফল সামনে আসতেই নেটদুনিয়ায় রীতিমতো হাসির খোরাক হয়েছেন বিজেপি জেলা যুব মোর্চার এই নেতা। নেটিজেনরা মন্তব্য করেছেন, কার্তিকের এলেম আছে বলতে হবে। তিনি এতটাই জনপ্রিয় যে, নিজের ভোট ছাড়া আর একটি ভোটও পাননি। এমনকি নিজের পরিবারের সদস্যদের ভোটও নয়।

সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেছেন, কার্তিক নিজের নির্বাচনী প্রচারে জন্য যে সমস্ত পোস্টার লাগিয়েছিলেন তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা-সহ বহু নেতার ছবি ছাপা হয়েছিল। তাতেও তিনি ভোট পেয়েছেন মাত্র একটি। তাঁর এলেম আছে বলতে হবে। এই ফলাফল থেকেই প্রমাণ হচ্ছে, বিজেপি আজ দেশে কতটা জনপ্রিয় রাজনৈতিক দল।

বিশিষ্ট লেখিকা তথা সমাজকর্মী মীনা কান্দাস্বামী বলেছেন, কুরুদম্পালয় পঞ্চায়েত নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মাত্র একটি ভোট পেয়েছেন। যদিও তার পরিবারের পাঁচ সদস্য ভোট দিতে এসেছিলেন। অথচ বাড়ির চারজনই কার্তিককে ভোট দেননি। পরিবারের যে চারজন কার্তিককে ভোট দেননি তাঁদের জন্য আমি গর্ববোধ করি। কার্তিক ছাড়া অন্য কোনও প্রার্থীকে ভোট দেওয়ার এই সিদ্ধান্তকে আমি অভিনন্দন জানাই।

রাজনৈতিক মহল মনে করছে, তামিলনাড়ুতে এমনিতেই বিজেপির পায়ের তলায় সেভাবে মাটি নেই। তার ওপর সম্প্রতি দেশজুড়ে কৃষক আন্দোলন বিজেপির প্রতি মানুষকে আরও বিমুখ করে তুলেছে। বিশেষ করে কৃষক সম্প্রদায় ও গ্রামীণ এলাকার মানুষ বিজেপির থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল তারই প্রমাণ।

যদিও কার্তিক পাল্টা বলেছেন তিনি বিজেপির প্রার্থী ছিলেন না। তিনি নির্দল প্রার্থী হিসেবে গাড়ি চিহ্নে ভোট লড়াই করেছিলেন। তাই তাঁকে বিজেপি প্রার্থী হিসেবে চিহ্নিত করাটা একেবারেই ভুল। তিনি যদি বিজেপির প্রার্থী হয়ে লড়াই করতেন তাহলে নির্বাচনী ফলাফল অন্যরকম হত। যদিও মোদি, অমিত শাহ বা নাড্ডার ছবি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দেননি।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles