BJP: ১ হাজার টাকা পার্টি ফান্ডে ঢেলেই মোদীর আহ্বান দান করুন!
News Desk: বিশ্বের বৃহত্তম দল বলে দাবি করে বিজেপি। আসন্ন বিধানসভাগুলি ও আগামী লোকসভা ভোটের দিকে তাকিয়ে বৃহত্তম দল চাঁদা সংগ্রহে নামল। দলকে ভালোবেসে ১ হাজার টাকা চাঁদা দিলেন প্রধানমন্ত্রী মোদী।
পার্টি ফান্ডে এক হাজার টাকা চাঁদা দিয়েই নরেন্দ্র মোদীর আহ্বান যারা বিজেপিকে ভালোবাসেন তারা মুক্তহস্তে দান করুন। দলকে শক্তিশালী করুন।
পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক কর্মসূচি। ক্ষমতাসীন বিজেপির দলীয় তহবিল উপচে পড়তে চলেছে বলেই ধারণা। কারণ প্রধানত নিজে হাজার টাকা দান করেছেন!
তবে দলেরই অভ্যন্তরে উঠছে কথা, মাত্র হাজার টাকা! প্রধানমন্ত্রী তো তাঁর বেতন ও ভাতার প্রায় পুরোটা দিলেও পারতেন। এমনতর আলোচনা দ্রুত ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
শনিবার টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ভারতীয় জনতা পার্টির পার্টি ফান্ডে ১০০০ টাকা অনুদান করলাম। আপনারাও ক্ষুদ্র ক্ষুদ্র অনুদান করুন। বিজেপিকে শক্তিশালী করুন। এতে দেশ শক্তিশালী হবে। আমরা সব সময় দেশকে প্রাধান্য দিই। আমাদের ক্যাডারদের আজীবন আত্মত্যাগের আদর্শ আরো শক্তিশালী হবে। দলীয় তহবিলে টাকা জমা দেওয়া টাকার একটি রশিদও পোস্ট করেছেন মোদী।

