🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

BJP: ভোটে ধস দেখে বস রেগেছেন, ফোন ধরতেই আতঙ্ক

By Political Desk | Published: December 22, 2021, 12:42 pm
BJP
Ad Slot Below Image (728x90)

News Desk: বিধানসভার ভোটে যা হয়েছিল তাতে চিঁড়ে ভেজেনি। বস চেয়েছিলেন সরকার হোক, হয়েছে বিরোধী দল। বাংলার ভোট না চেনা কর্পোরেট বিজেপি বস রেগে কাঁই কলকাতা পুরভোটে তৃতীয় হওয়ায়। এমনই অবস্খা যে বঙ্গ বিজেপির নেতারা ফোন ধরতেই ‘ভয়’ পাচ্ছেন।

বিজেপি অন্দর মহলে প্রবল ভূমিকম্প। হুড়মুড়িয়ে আরও ধসের আতঙ্ক প্রবল। আলিপুরদুয়ার ও কোচবিহারে দলটাই থাকবে না এমনই গুঞ্জন। তৃণমূল কংগ্রেসে ফিরতে মরিয়া সবাই। এমনই বার্তা আসছে অহরহ।

কলকাতা পুর নিগমের ভোটে বিপর্যয় প্রবল। বিধানসভায় শূন্য হওয়া সিপিআইএমেরও নিচে নেমেছে প্রধান বিরোধী দল বিজেপি। রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার যদিও পুর নির্বাচনের রিগিং তত্ত্বকে আঁকড়ে ধরেছেন। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরকারের বিরুদ্ধে প্রবল আস্ফালন শুরু করেছেন। প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ প্রায় নীরব।

সূত্রের খবর, দক্ষিণবঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বড়সড় ভাঙন যে হচ্ছে তাতে নিশ্চিত বিজেপি নেতারা। জেলা ভিত্তিক সংগঠন হুড়মুড়িয়ে ভাঙছে। এই অবস্থায় আসন্ন পৌর ভোটে কী করে লড়াই চলবে তাই জানেন না নেতারা।

দলের করুণ অবস্থায় ফের ওষুধ দিতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তাঁর বঙ্গ সফরের আগে রাজ্য নেতৃত্বকে দিল্লিতে ডেকে পাঠানো হতে পারে বলেও খবর। পৌর নির্বাচনে ভরাডুবি হচ্ছে ধরেই চলছে রাজ্য বিজেপি।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles