🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

গান্ধীজীর প্রতি সম্মান জানাতে দীপাবলিতে ৫ পাউন্ডের কয়েন প্রকাশ করল ব্রিটেন

By Sports Desk | Published: November 4, 2021, 9:51 pm
Britain issued 5 pound coins in Diwali to pay homage to Gandhiji
Ad Slot Below Image (728x90)

News Desk: ভারতের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক আরও মজবুত করার কথা একাধিকবার বলেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন (Borris Jhonson)। সম্পর্কের উন্নতির কথা শুধু মুখে বলেই থেমে থাকেনি জনসন সরকার। ভারতের স্বাধীনতার ৭৫ বছরপূর্তি উপলক্ষে এবং মহাত্মা গান্ধীর (Gandhi) প্রতি সম্মান জানাতে দীপাবলিতে ৫ টাকার পাউন্ড প্রকাশ করল ব্রিটেন। গান্ধীজীর প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর ছবি সম্বলিত এই বিশেষ কয়েন প্রকাশ করা হল বৃহস্পতিবার।

দীপাবলির দিন অর্থাৎ বৃহস্পতিবার থেকেই ব্রিটেনে চালু হল এই নতুন কয়েন। এই কয়েন প্রকাশ করলেন সেদেশের চ্যান্সেলর ঋষি সুনাক Rishi Sunak)। এই কয়েনটির নকশা তৈরি করেছেন হিনা গ্রোভার (Hina Grovar)। কয়েনের ছবিতে দেখা গিয়েছে, তার উপরিভাগে রয়েছে ভারতের জাতীয় ফুল পদ্ম। ওই ফুলের নিচে লেখা রয়েছে গান্ধীর বাণী ‘আমার জীবনই আমার বার্তা’। অন্য পিঠে রয়েছে গান্ধীর প্রতিকৃতি। দেশের বাজারে এই মুদ্রা যেমন চালু থাকবে, তেমনই যারা এই বিশেষ মুদ্রা সংগ্রহ করতে চান তাদের জন্যও থাকছে বিশেষ ব্যবস্থা। তাদের জন্য সোনা ও রুপোয় তৈরি এই কয়েন মিলবে।

রয়েল মিন্ট এবার দীপাবলির কালেকশন প্রকাশ করেছে। যার মধ্যে মহাত্মাজীর প্রতি সম্মান জানাতে বিশেষ কয়েন ছাড়াও থাকছে ভারতীয় দেবী লক্ষ্মীর ছবি বসানো একটি মুদ্রা। এই প্রথম ব্রিটেনের (Britain)কোনও মুদ্রায় ভারতীয় দেবদেবীর ছবি থাকছে। এই মুহূর্তে ব্রিটেনের মাস্টার অফ মিন্ট পদে রয়েছেন ঋষি সুনাক। তিনি এই মুদ্রাগুলি নকশা চূড়ান্ত অনুমোদন করেছেন বলে জানা গিয়েছে।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles