🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Eangland: লন্ডনে প্রকাশ্যে খুন ব্রিটিশ সাংসদ, রক্তাক্ত ছুরি নিয়ে সূত্র খুঁজছে পুলিশ

By Sports Desk | Published: October 16, 2021, 9:41 am
British MP murderared at a church near london
Ad Slot Below Image (728x90)

নিউজ ডেস্ক: খুন করা হয়েছে ইংল্যান্ডের (England) ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির সাংসদ স্যার ডেভিড অ্যামেসকে। তাঁকে খুন করার পর আততায়ী যে রক্তাক্ত ছুরি ফেলে গেছে সেটি উদ্ধারের পর সূত্র খুঁজছে লন্ডন পুলিশ।

বিবিসি জানাচ্ছে,লন্ডনের লে অন সি এলাকায় একটি গির্জায় তার ওপর হামলা হয়। ডেভিড অ্যামেস তাঁর সংসদীয় এলাকায় একটি মিটিং করছিলেন। সেই সময় ছুরি দিয়ে তাকে আঘাত করে আততায়ী। এই খুনে জড়িত সন্দেহে পুলিশ ২৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে।

অ্যামেস কনজারভেটিভ পার্টির হয়ে গত চার দশক ধরে এমপি। বয়স হয়েছিল ৬৯ বছর। যখন তাঁর ওপর হামলা চালানো হয় তখন তিনি নির্বাচনী এলাকার অফিসে মিটিং করছিলেন।

পুলিশ বলছে, হামলার সংবাদে ঘটনাস্থলে গিয়ে সাংসদ স্যার অ্যামেসকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। তবে ঘটনাস্থলেই তিনি মারা যান। খুনের পিছনে কী কারণ থাকতে পারে এবিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কিছু বলা হয়নি।

বিবিসি জানাচ্ছে, ইংল্যান্ডে গত পাঁচ বছরে দু’জন সাংসদকে খুন করা হলো। ২০১৬ সালে লেবার পার্টির একজন সাংসদ জো কক্সকে খুূন করা হয়েছিল।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles