🚨 Breaking: Welcome to Kolkata24x7 — fast, modern news theme…
Leaderboard Ad (728x90)

Bully Bai App: দিল্লি পুলিসের জালে বুল্লি বাই অ্যাপের মূল চক্রী নীরজ

By Suparna Parui | Published: January 6, 2022, 5:15 pm
Ad Slot Below Image (728x90)

শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়ল বুল্লি বাই অ্যাপ (Bully Bai App) কাণ্ডের মূল চক্রী নীরজ বিষ্ণোই। বৃহস্পতিবার অসমের গুয়াহাটি থেকে দিল্লি পুলিশের বিশেষ সেল ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশন বা ইফসো তাকে গ্রেফতার করে। ইফসোর ডেপুটি কমিশনার কেপিএস মালহোত্রা নীরজকে গ্রেফতারের খবর জানিয়েছেন। নীরজের বয়স মাত্র বছর ২০। বাড়ি অসমের জোরহাটের দিগম্বর অঞ্চলে। বৃহস্পতিবারই তাকে দিল্লি নিয়ে আসা হয়। 

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নীরজ ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রাক্তন ছাত্র।
দিল্লি পুলিশের মতই মুম্বই পুলিশের সাইবার শাখাও এই ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত তারা তিনজনকে গ্রেফতার করেছে। ধৃতদের মধ্যে উত্তরাখণ্ডের ১৯ বছরের তরুণী শ্বেতা সিং আছে। বাকি দুই জনের বয়স ২১ এর মধ্যে। তারাও উত্তরাখণ্ডের বাসিন্দা। এদের মধ্যে একজনের নাম বিশাল কুমার ঝা। বৃহস্পতিবার বিশালকে মুম্বইয়ের বান্দ্রা আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। পাশাপাশি শ্বেতা ও তার বান্ধবীকে ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে আসা হচ্ছে।
বুল্লি বাই অ্যাপ কাণ্ডে জড়িতদের ধরতে দিল্লি পুলিশ একটি বিশেষ সেল গঠন করে। গোপন সূত্রে খবর মেলে এই কাণ্ডের মূল চক্রী নীরজ অসমে আত্মগোপন করে আছে। ওই খবরের ভিত্তিতে বৃহস্পতিবার তদন্তকারীরা জোরহাটে হানা দেয়। সেখান থেকেই নীরজকে গ্রেফতার করে পুলিশ।

[custom_poll]
In-Article Ad (Responsive)
Ad Slot End of Article (728x90)

Related Articles